প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে র্যাব-১ এবং র্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত শনিবার বিকেলে প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ ক্যাম্পাসে ছিলেন বন্ধুদের সঙ্গে। পাশের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের দু’ছাত্রীকে ঘিরে শুরু হয় কথাকাটাকাটি। হাসাহাসির বিষয় নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরে উভয় পক্ষকে বসিয়ে ‘মীমাংসা’ করা হয়। তবে এ মীমাংসার পর পারভেজ যখন ক্যাম্পাস থেকে বের হচ্ছিলেন, তখনই কয়েকজন তাকে ঘিরে ধরে। এসময় ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে পারভেজের শরীরে। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply