শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে পেহেলগামে হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ ৫ বছর করে রাখার পক্ষে জামায়াত মে মাসে দুইবার ৩দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ভারতের গুজরাটে ১ হাজার জনেরও বেশি বাংলাদেশি আটক চট্টগ্রামে ডাকাতি ঠেকাতে গিয়ে সেনাসদস্য গুলিবিদ্ধ নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রদল নেতার লাশ বৈদ্যুতিক গোলযোগে দুঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল পরিষেবা আর্থিক লেনদেনের অভিযোগ বিষয়ে বিসিবির ব্যাখ্যা অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৫২ কোটি ৫১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে :ডিএনসিসি

রায়পুরে মাদক কারবারি ‘এলএনজি শিমুল’ গ্রেফতার 

  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭.২৮ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার  রাখালিয়া বাজার থেকে মাদক কারবারি শিমুলকে ওরফে এলএনজি রাসেল ওরফে ডিলার শিমুলকে  ১৫২ পিচ ইয়াবাসহ আটক করেছে  সেনাবাহিনী। শিমুল উপজেলার রাখালিয়া গ্রামের আইনউদ্দিন বেপারী বাড়ীর মনুহারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অস্ত্র কেনাবেচার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে (১০ এপ্রিল) দুপুরে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) সদর থানা সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে রায়পুর থানাধীন রাখালিয়া বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। মাদকদ্রব্য উদ্ধারে সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে শিমুল নামের একজনকে গ্রেফতার করে সেনাবাহিনী।
জিজ্ঞাসাবাদে প্রথমে আটক ব্যক্তি মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে  মাদক কারবারি শিমুল জানান, রায়পুর থানা এলাকা ও রাখালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে।
এই সুযোগে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদক এনে রায়পুরসহ রাখালিয়ার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রয় করেন তিনি। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com