মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পড়ে ধান বেপারীর মাথায় হাত জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁ জেলায় রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে :নির্বাচন কমিশন

পিরোজপুরে ডাঃ ফরিদার বিরুদ্ধে দুর্নীতি ও অসৎ আচারণের অভিযোগ সহকর্মীদের

  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮.৩২ পিএম
  • ৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
অভিযোগের শেষ নেই পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিনের বিরুদ্ধে। দুর্নীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ, মেডিকেলের সরকারি কোয়াটারে কয়েক বছর ধরে বসবাস করেও ভাড়া কর্তন না করা, অফিসের বিভিন্ন ভুয়া বিল ভাউচার করে অর্থ আত্মসাৎ,অফিসের স্টাফদের সাথে বাজে আচারণ সহ অসংখ্যা অভিযোগ তার বিরুদ্ধে। সম্প্রতি এইসব ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
জানাযায়, গত ২০২২ সালের মার্চ মাসে শরণখোলা উপজেলা থেকে বদলী হয়ে পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেন ডাঃ ফরিদা ইয়াছমিন। সেই থেকে বসবাস করেন সরকারি কোয়াটারে, তবে অভিযোগ উঠেছে গত ৩১ মাস বসবাস করলেও সরকারি কোষাগারে ভাড়া বাবদ মুল বেতনের (৪৯,৯৮০ টাকা) ৩৫% শতাংশ অর্থ জমা দেওয়ার কথা থাকলেও তিনি সেখানেই দুর্নীতির আশ্রয় নিয়েছেন,একটি টাকাও জমা দেননি। এমনকি সরকারি কোয়াটারে থাকার বিষয়টি তিনি সাংবাদিকদের কাছে সরাসরি অস্বীকার করেছেন।
পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্টাফ মোঃ নাছির ফকির বলেন, ম্যাডাম (ডাঃ ফরিদা ইয়াছমিন) যোগদানের পর থেকেই আমাদের স্টাফদের নানা রকম ভাবে হেনস্তা করতো,বাজে ব্যবহার করা হতো। এমনকি তার দেওয়া অফিসের বিভিন্ন ভুয়া বিল ভাউচার আমরা গস্খহণ করার জন্য চাপ প্রয়োগ করা হতো। কোনো স্টাফ তার এই সব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বললেই তাকে শাস্তিমূলক নোটিশ দেওয়া হতো।
তিনি আগে যেখানে কর্মে ছিলেন সেখানেও দুর্নীতি ও অভিযোগের কারণে বদলী হয়েছে,এখানেই একই অবস্থা। সরকারি কোয়াটারে থেকেও একমাসেরও ভাড়া কোষাগারে দেননি। এমনকি দুর্নীতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে শ্রান্তি বিনোদন ভাতা গস্খহণ করেছে। তদন্ত করলে সব দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। আমরা সিভিল সার্জন অফিসে অভিযোগ দিয়েছি,আমরা বিচারের দাবি জানাই।
এই অফিসের অফিস সহকারী (এমএলএস) শ্যামল চন্দ্র বিশাস বলেন, ম্যাডাম (ডাঃ ফরিদা ইয়াছমিন) আমাদের মানুষই মনে করতো না। যখন যা ইচ্ছে নাম ধরে ডাকতো। এই প্রায় আড়াই বছর তিনি এখানে,তার কাছ থেকে আমরা স্টাফরা কখনো সম্মানসূচক ব্যবহার পাইনি। বিভিন্ন অনিয়ম করলেও আমরা কিছু বলতে পারতাম না। উল্টো আমাদের নামে দেওয়া হতো শাস্তিমূলক নোটিশ।
পিরোজপুর জেলা হাসপাতালের পিছনে ডাক্তার ও স্টাফদের জন্য নির্মিত সরকারি কোয়াটারের একাধিক বাসিন্দা জানিয়েছেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন কোয়াটারের ১ নং ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ইউনিটে বসবাস করেন আর তার উল্টো (পূর্ব) পাশে থাকেন জেলা হাসপাতালের আরএমও ডাঃ নিজ্জামউদ্দীন।
তবে সরকারি কোয়াটারে থাকা নিয়ে ডাঃ ফরিদা ইয়াছমিনের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন,আমি কোনো সরকারি কোয়াটারে থাকি না,ভাড়া কেনো দিবো। তার দাবি তিনি প্রতিদিন অফিসের কাজ শেষে খুলনা (তার বাড়িতে) চলে যান,পরের দিন সকালে আবার বাড়ি থেকে কর্মস্থালে ফিরে আসেন।
এবিষয়ে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, ডাঃ ফরিদা ইয়াছমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুনেছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com