বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রমিক আন্দোলনের মুখে একটি কারখানায় আগুন দেওয়া হয়েছে। তবে ওই আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও জিরানি বাজার সংলগ্ন অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে জিরানি বাজার এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানায় ও অপর একটি কারখানার সামনে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানায়, বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা তিন দিন ধরে টানা আন্দোলন করছিল। এদিন সকালেও কারখানার পাশের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করা হয়।
এসময় পাশের অপর একটি বন্ধ থাকা কারখানা ডরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে নেমে আসে। এতে পুরোপুরি অচল হয়ে পড়ে নবীনগর-চন্দ্র মহাসড়ক। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।
তারা জানান, শ্রমিকদের বারবার বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন আইন-শৃঙ্খলা বাহিনী। দুপুরে তাদের সড়ক থেকে সরাতে গেলে সংঘর্ষে কয়েকজন আহত হয়। এ সময় জিরানি বাজার এলাকার কারখানায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ১১টার দিকে আগুনের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসে দুপুর একটার দিকে। তারা ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতি কম হতো।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু শ্রমিকদের বাঁধার মুখে আটকে যায়। পরে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আগুন নেভানো হচ্ছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিক বিক্ষোভ ও তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বেক্সিমকো কোম্পানির শ্রমিকদের বেতন আগামী ২০ নভেম্বর দেওয়ার কথা রয়েছে। শ্রমিকরা তা না মেনে তিন দিন ধরে আন্দোলনে রয়েছে।
Leave a Reply