মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমস্যা থাকলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না : অর্থ উপদেষ্টা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দেওয়া হবে :ড. আসিফ নজরুল বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে পিরোজপুরে শিক্ষার্থীদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা  পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ প্রাপ্তন স্ত্রীর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে : মির্জা ফখরুল ইসলাম বিজয় দিবস কোনো দলের নয়, এটা সবার জন্য : স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টাসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ফ্রেস টিস্যু কারখানার আগুন নিয়ন্ত্রণে গাজীপুরের শ্রমিক আন্দোলনের মুখে কারখানায় আগুন

গাজীপুরের শ্রমিক আন্দোলনের মুখে কারখানায় আগুন

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.০৫ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রমিক আন্দোলনের মুখে একটি কারখানায় আগুন দেওয়া হয়েছে। তবে ওই আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও জিরানি বাজার সংলগ্ন অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে জিরানি বাজার এলাকার অ্যামাজন নিটওয়্যার কারখানায় ও অপর একটি কারখানার সামনে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও এলাকাবাসী জানায়, বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা তিন দিন ধরে টানা আন্দোলন করছিল। এদিন সকালেও কারখানার পাশের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করা হয়।

এসময় পাশের অপর একটি বন্ধ থাকা কারখানা ডরিন ফ্যাশন লিমিটেডের  শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে নেমে আসে। এতে পুরোপুরি অচল হয়ে পড়ে নবীনগর-চন্দ্র মহাসড়ক। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

তারা জানান, শ্রমিকদের বারবার বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন আইন-শৃঙ্খলা বাহিনী। দুপুরে তাদের সড়ক থেকে সরাতে গেলে সংঘর্ষে কয়েকজন আহত হয়। এ সময় জিরানি বাজার এলাকার কারখানায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, ১১টার দিকে আগুনের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসে দুপুর একটার দিকে। তারা ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতি কম হতো।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। কিন্তু শ্রমিকদের বাঁধার মুখে আটকে যায়। পরে সেনাবাহিনীর সহায়তা নিয়ে আগুন নেভানো হচ্ছে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিক বিক্ষোভ ও তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। বেক্সিমকো কোম্পানির শ্রমিকদের বেতন আগামী ২০ নভেম্বর দেওয়ার কথা রয়েছে। শ্রমিকরা তা না মেনে তিন দিন ধরে আন্দোলনে রয়েছে।

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com