সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ৩৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার উত্তরায় নাজিরপুর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি জুবায়ের, সাধারণ সম্পাদক তরিকুল নির্বাচিত চোখের জলে ভাসলো আনন্দিপুর, শিশুহুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত হোসেন গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত চট্টগ্রামের উন্নয়নে বিশ্বদৃষ্টি আনতে কানাডা সফর শেষে ফিরলেন মেয়র ডা. শাহাদাত দেশসেরা আইপি টিভির স্বীকৃতি পেলেন মাসুদ রানা রান্নাঘর’ নিয়ে কলহ, প্রাণ গেল ফেরদৌসির! দেবরের ছুরিকাঘাতে গার্মেন্টকর্মীর মর্মান্তিক মৃত্যু প্রবাসের বুকে কলমযুদ্ধের জয়ধ্বনি: বীরোচিত সংবর্ধনায় মোহাম্মদ ফিরোজ মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে,বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)’র উদ্যোগে-দোয়া মাহফিল গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে জলাবদ্ধতার পেছনে খাল দখলের ভয়াবহ রূপ ‎

বরিশালে বিএনপির মিছিলে ‘পদবঞ্চিতরা’ বাঁধা ১০ নেতাকর্মী আহত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮.০০ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

বরিশালে একটি ইউনিয়ন বিএনপির মিছিলে ‘পদবঞ্চিতরা’ বাঁধা দিয়ে দলটির অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ছয় জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিনের মাধবপাশা মাছ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পদবঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করে।  ১৪ নভেম্বর ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহ্বান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। মিছিল উপলক্ষে মাধবপাশা বাজারে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। এসময় ৯ ও ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাধবপাশা মাছ বাজার এলাকায় এলে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে মিছিলে হামলা করে। এসময় বেশ কয়েক জন মাথা ফেটে গুরুতর আহত হন।

আহতের দাবি, নাসির খান, জাফর সরদার, মিজান সরদার, রিয়াজ সরদার,ইয়াসিন সরদার, জুয়েল সরদার, বাহাদুর , রানা, রিয়াজ হাওলাদারসহ অর্ধশত লোক দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে।

মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক অহেদুল ইসলাম খান বলেন, স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আগে থেকেই দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। দলের কোনো কমিটিতে না থাকা লোকজন আমাদের ওপর হামলা চালায়। ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। মামলার প্রস্তুতি চলছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির সিকদার বলেন, এব্যাপারে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো। নচেৎ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com