মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পড়ে ধান বেপারীর মাথায় হাত জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁ জেলায় রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে :নির্বাচন কমিশন

ওমরাহ পালনকারী মুসলমানদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব

  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭.১৫ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে ওমরাহ পালনকারী মুসলমানদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। মক্কায় গ্র্যান্ড মসজিদ (হারাম) এর পবিত্র স্থানে ওমরাহ-এর আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধুমাত্র অনুমোদিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদ (হেরাম) এর আশপাশে নির্ধারিত নাপিত বা ব্যার্বার শপে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরেছে, যাতে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে। অনুমোদিত ব্যার্বাররা (নাপিত) সেখানে কাজ করেন যাতে ওমরাহ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, মন্ত্রণালয় আরও যোগ করেছে।

খবর গালফ নিউজের।

হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত ব্যার্বারদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব জানিয়েছে।

ওমরাহ সম্পন্ন করার পর পুরুষদের মাথা ন্যাড়া বা মুণ্ডন অথবা কিছু পরিমাণ চুল কাটতে হবে। নারীদের শুধুমাত্র আঙুলের ডগার সমান চুল কাটতে হবে, যা তাসকির নামে পরিচিত। বর্তমান ওমরাহ মৌসুম, যা সারা বছরজুড়ে চলতে থাকে তা এ বছর  হজ পালনের পর জুনের শেষের দিকে শুরু হয়। হজে প্রায় ১৮ লাখ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন। সৌদি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছর ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালনের জন্য স্বাগতম জানাতে পরিকল্পনা নিয়েছে। ইসলামের জন্মস্থান সৌদি আরব গত কয়েক মাসে ওমরাহ পালনের জন্য দেশটি আসতে ইচ্ছুক মুসলমানদের জন্য একাধিক সুবিধা চালু করেছে।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং ভিসাধারীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে গোটা দেশে প্রবেশ ও যেকোনো বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাবেন। নারী যাত্রীদের এখন আর পুরুষ অভিভাবক ছাড়া সৌদি যেতে বাধা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com