আসাদুজ্জামান মাসুদঃ ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হলে ওই লাশ বরগুনার বেতাগীতে এনে রাতের আঁধারে এলাকাবাসীকে নাজানিয়ে তড়িঘড়ি করে লাশ দাফনের খবর পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় ঢাকার কেরানীগঞ্জের আল-বারাকা নামে একটি বেসরকারি হাসপাতালে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭৮ বছর বয়সের এক ব্যক্তি জ্বর ডায়রিয়া এবং গলাব্যথা নিয়ে মারা যায়। বিশ্বস্ত সূত্রে জানা যায় কেরানীগঞ্জের ওই হাসপাতালের মালিক মৃত ব্যক্তির এলাকার বাসিন্দা হওয়ায় মৃত ব্যক্তির মৃত্যুর উপসর্গ ও সময় পাল্টিয়ে ভুয়া সার্টিফিকেট দিয়ে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন চেকপোষ্টে দেখিয়ে সেই লাশ বরগুনার বেতাগীতে নিয়ে যায় এবং রাতের আঁধারে তড়িঘড়ি করে দাফন করার বিষয়টি এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি করে। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় ২৯ এপ্রিল বেলা সাড়ে তিনটায় ঐ ব্যক্তির মৃত্যু হয় এবং বরগুনার বেতাগীতে এনে লাশ দাফনের পর মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এলাকা ঘোরাঘুরি করছে বিধায় বিষয়টি ঝুঁকিপূর্ণ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়,কিন্তু পুলিশ এখন পর্যন্ত এসে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করেনি।
Leave a Reply