নিজস্ব প্রতিবেদকঃঈশ্বরগঞ্জবাসী ইতিমধ্যে অবগত যে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরাম সহ আরো অনেক সংগঠন এমনকি যারা সংঘবদ্ধ নয় এমন কিছু প্রতিষ্ঠান থেকেও ঈশ্বরগঞ্জ পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে।ট্রাফিক কন্ট্রোল,বাজার মনিটরিং, সড়ক এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা,সড়কে বিভিন্ন যানবাহন অটো রিক্সা, সিএনজি,পাওয়ার মাহিন্দ্র থেকে জোর পূর্বক চাদা উত্তোলন প্রতিরোধে এমনকি কাউকে হয়রানি করা, দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা, স্বাস্থ্য এবং মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন রকম কাজ এখনো চলমান। ঈশ্বরগঞ্জ কে নতুন রূপে দেখতে বহু মানুষের আকাঙ্ক্ষা ছিল এবং অনেকেই তাদের মতামত প্রদান করেছেন ঈশ্বরগঞ্জে যদি অটোগুলো একটা নির্দিষ্ট স্থানে দাঁড়াতো তাহলে ঈশ্বরগঞ্জ শহর অনেক সুন্দর লাগতো এবং দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ রক্ষা পেত।আপনারা জেনে খুশি হবেন যে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরাম সহ আরো যতগুলো সংগঠন আছে সবাই শনিবার থেকে অটোস্ট্যান্ড বাসস্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড নিয়ে কাজ করছে। ঈশ্বরগঞ্জথেকে ময়মনসিংহগামী অটো স্ট্যান্ড উপজেলা পরিষদের সামনে এবং বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থামবে এবং সিএনজি স্ট্যান্ড উপজেলা পরিষদের সামনে দাঁড়াবে।
কিশোরগঞ্জগামী অটো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড এবং বাসস্ট্যান্ড মৎস্য খামারের সামনে দাঁড়াবে ।
আঠাবাড়িগামী অটো স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড খন্দকার টাওয়ার থেকে চরনিখলা দাঁড়াবে এবং থানা রোডমুখী অটোস্ট্যান্ড পুকুরপাড়ের সামনে দাঁড়াবে ।নিরাপত্তায় নিয়োজিত আইনসৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে।উন্নয়নমূলক কাজে যারা অংশগ্রহণে শনিবার ১১ টার মধ্যে উপজেলা পরিষদের সামনে উপস্থিত রয়েছে বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এমন কার্যক্রমে ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের শিক্ষার্থীদের দেশের কল্যাণে এগিয়ে আসার আহবান করেন।এসব বিষয়ে নেতৃত্ত্বদেন সমন্বয়ক মিজানুর রহমান তুহিন সহ কোমলমতি শিক্ষার্থীরা।এব্যাপারে আবদুর রহমান বলেন বিগত সময়ে দিনদুপুরে চাদাতুলার কারনে যানজট লেগেই থাকতো।এখন শিক্ষার্থীদের ভয়েই চাদাবাজরা লুকিয়ে রয়েছে।প্রশাসনের কাছে জোর দাবি কোন ভাবেই যেন অন্যায়ভাবে চাদা না তুলতে পারে।
Leave a Reply