ভারতের পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও অনেককেই খুঁজছে পুলিশ।
শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার থাকা সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) বিনীত গোয়েল নিজেই গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করছেন।
হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হাসপাতালে হামলার ঘটনায় অভিযুক্ত কয়েক জনের ছবি প্রকাশ করে বৃহস্পতিবার সকালে ‘সন্ধান চাই’ বিজ্ঞপ্তি দেয় পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে ৫০টিরও বেশি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বেশ কয়েকজন পুরুষ ও নারীর ছবি লাল গোল দাগে চিহ্নিত করে লেখা হয়— ‘‘সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।
শুক্রবারও কয়েকজনের ছবি পোস্ট করে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলের পোস্টে লেখা হয়েছে, যদি আপনারা আমাদের আগের পোস্ট থেকে কোনো অভিযুক্তকে শনাক্ত করতে পারেন, তবে দয়া করে আমাদের জানান।
এর আগে গত সপ্তাহে আর জি কর মেডিকেল কলেজে এক শিক্ষানবিশ নারী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গত বুধবার মধ্যরাতে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গের নারীরা।
পুলিশের অভিযোগ, ওই কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমেও চলে ভাঙচুর।
Leave a Reply