মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীর বিয়ে চাপ, গুলি করে হত্যা ট্রান্সপোর্ট মালিকের প্রতারণার খপ্পড়ে ধান বেপারীর মাথায় হাত জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকছে ৫০০ ও ১০০০ টাকার নোটে ছারছীনা দরবার শরীফের পীর ছাহেবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁ জেলায় রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশ বকেয়া বিদ্যুৎ বিলের জন্য চাপ দিচ্ছে ত্রিপুরা বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার আগামী ২ মার্চ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে :নির্বাচন কমিশন

রায়পুরে দিনেদুপুরে ডাকাতি, ডাকাতদের খাসি জবাই করে খাওয়ালেন প্রতিবেশী! 

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২.০২ এএম
  • ৩৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- দিনে দুপুরে ঘরের মালিককে মারধর করে গলায়  গামছা পেঁচিয়ে বেঁধে ছুরি ধরে ঘরের আসবাবপত্র তছনছ করে ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতরা। ডাকাত চক্র যাওয়ার সময় প্রতিবেশী খাসির গোস্ত রান্না করে খাইয়েছেন বলেও জানা গেছে। ঘটনাটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর চরকাছিয়া গ্রামের।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে আব্দুল মতিন ঘরে ঘুমাচ্ছিলেন। এসময় তার স্ত্রী নাসিমা বেগম হাঁস খুঁজতে বেরিয়ে গেলে ফাঁকা করে সঙ্ঘবদ্ধ ডাকাত চক্র প্রবেশ করে। আকস্মিক আব্দুল মতিনকে ধরে মারধর শুরু করে ও তার গলায় গামছা পেঁচিয়ে ছুরি ধরে রাখে। অন্যরা ঘরে থাকা ফ্রিজে লাথি মারে, আলমারিতে লাথি মারে ও হাতে থাকা লোহার রড দিয়ে তালা ভেঙে সব তছনছ করে। চালের ড্রামের ভিতরে লুকিয়ে রাখা জমি জমার মূল্যবান সব দলিল, কাগজপত্র, দেনা পরিষদের জন্য রাখা ২ লাখ ৬০ হাজার টাকা, প্রায় এক ভরি ওজনের কানের পাশা, ফেটিকোট-ব্লাউজের জন্য আনা নতুন কাপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
যাওয়ার সময় আব্দুল মতিনের মোবাইল চেক করে বিকাশে টাকা না পেয়ে ঘরের পিড়াতে মোবাইল নাম্বার লিখে যায় এক লাখ টাকা পাঠাতে। যদি না পাঠায় তাহলে তার স্ত্রী সন্তানসহ তাকে খুন করে পাতা বনে লাশগুম করে ফেলার হুমকি দেয়।
ডাকাত চক্র যাওয়ার সময় প্রতিবেশী লোকমান আকন্দ তার বাড়িতে নিয়ে পূর্ব থেকে প্রস্তুত রাখা ৮ সদস্যকে খাসির মাংস দিয়ে ভোজ করায়। এই নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা।
আট সদস্যের সংঘবদ্ধ ডাকাত চক্রের তিনজনকে চিনেছেন বলে জানান আব্দুল মতিন। তাদের মধ্যে একই উপজেলার চরবগা গ্রামের (পাটওয়ারী রাস্তার মাথা)সাহজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে মহিউদ্দিন আরজু, চর লক্ষ্মী গ্রামের ভূইয়া বাড়ির জাহের ভূঁইয়ার ছেলে জসীমউদ্দীন, চর কাচিয়া গ্রামের জলিল আকন্দের ছেলে লোকমান আকন্দ।
এদের মধ্যে লোকমান আকন্দের সাথে কথা বললে তিনি খাসির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা  স্বীকার করেন। বাকি দুইজনের সাথে মোবাইল ফোনে বারবার কল দিয়েও না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানা ওসির নাম্বারে কল করলেও রিসিভ হয়নি।
জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ বলেন ‘অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com