শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

ফুটবল কান্ডে দিনমজুরকে প্রাথমিক শিক্ষকের হাতুড়ি পিটা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৬.৩৪ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী এলাকায় ফুটবল কেটে ফেলাকে কেন্দ্র করে শহীদ কাজী (৪০) নামের এক দিনমজুরকে হাতুড়ি পেটা করে জখম করার অভিযোগ উঠেছে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আহত শহীদ কাজীকে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের শহীদ কাজী জেলে এবং দিনমজুরের কাজ করতেন। পশ্চিম গাবতলী এলাকার স্লুইজ গেটে দিনমজুর হিসেবে অন্যের জাল বুনছিল। পাশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান কাজী, সাকিব ও রানাসহ বেশ কয়েকজন ছেলেরা ফুটবল খেলছিল। ওই ফুটবল গিয়ে একাধিকবার শহীদ কাজীর গায়ে লাগে।

এতে ক্ষুব্ধ হয়ে শহীদ কাজী ফুটবল কেটে ফেলে। এ ঘটনার জের ধরে শনিবার রাতে স্থানীয়রা সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের মধ্যেই শহীদ কাজীর ওপর চড়াও হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান কাজী। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজী (৩৫) শহীদ কাজীকে হাতুড়ি পেটা করে। হাতুড়ি পেটায় শহীদ কাজীর মাথায় গুরুতর জখম হয়। স্বজনরা ওই রাতেই তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাদল কাজীর সাথে যোগাযোগ করলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে বলে তিনি মনে করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওবায়দুল আবির বলেন, আহত শহীদ কাজীর মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম খাঁন বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com