প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের রাজাকার বলেননি।
শুক্রবার সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতাকারীদের নজিরবিহীন তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আমার একটা কথা নিয়ে তারা এতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিলো। মেধা, মেধা, মেধা কোটা না মেধা। নারী কোটা, প্রতিবন্ধীদের কোটা, নৃগোষ্ঠীর কোটা, প্রত্যেকটা জেলার কোটা, মুক্তিযোদ্ধার পরিবারের কোটা। সেগুলো আমি বাতিলও করে দিয়েছিলাম। তারপরেও কোট-মেধার মধ্যে এত তফাতের কী আছে।
বিসিএসে নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে সরকার প্রধান বলেন, সেই সূত্রে আমি বলেছিলাম, মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান-সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে-মেয়ে? এটা বলার সাথে সাথে তাদের স্লোগান। তাও কি, বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি, কয়েক ঘণ্টা চলে যায়। হঠাৎ রাতের বেলা ১১টা সাড়ে ১১টার দিকে দেখলাম, অনেক ছেলে-মেয়ে হল থেকে বের হয়ে আসছে। তাদের স্লোগানটা কী? তারা রাজাকার। ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’। ‘তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার’।
প্রধানমন্ত্রী বলেন, তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিলো। আমিতো তাদের রাজাকার বলিনি। তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদের রাজাকর হিসেবে পরিচিত করলো সকলের কাছে।
শেখ হাসিনা বলেন, এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ কিন্তু করেছিলো। আমাদের ছাত্রলীগ থেকে শুরু যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন, প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে। কোনো সেকশনের মানুষ নেই যে এটার প্রতিবাদ না করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। কি স্লোগান? ‘চেয়েছিলাম অধিকার হযে গেলাম রাজাকার’। রাজাকারতো আমি তোমাদের করি নাই। নিজেরা স্লোগান দিয়ে তোমরা তোমাকের রাজাকার করেছো। তোমরা স্লোগান দিয়ে নিজেদের পরিচয় দিয়েছো- তোমরা শুধু না তোমাদের বাবা রাজাকার। এটাতো তোমরাই করেছো।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি এগিয়ে আনতে সরকারের করা আবেদনের প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ছাত্রদেরও বলা হয়েছিলো, তোমরাও যুক্ত হও। আমিতো আপিল করেছি, তোমরাও আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো। কিন্তু আন্দোলন থামালো না। রায় হয়ে গেলো। তাতেও তারা উঠবে না। কেন? প্রজ্ঞাপন জারি করতে হবে। রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম। এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম। এটা কোন ধরনের কথা! একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এক দফা-কোটা সংস্কার। তারপর চলে গেলে তিন দফা। তারপর ৯ দফা তারপর আট দফা। তারপর আবার চার দফা। যখনই যেটা চাচ্ছে, দিয়ে দিচ্ছি তারপর আরও একটা দফা। এই করতে করতে যখন প্রজ্ঞাপন, আইনমন্ত্রী বললেন। এটাতো একটু সময় লাগে। আইনমন্ত্রী বলে দিলো মঙ্গলবার প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপন যখন পেয়ে গেলো…যা চেয়েছিলো তার চেয়ে বেশি। ছিলো ৯০ পার্সেন্ট পেলো ৯২ পার্সেন্ট। মুক্তিযোদ্ধার সন্তান এখন আর ওই বয়স নেই। যে ৩০ বছরে চাকরি পাবে। তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও পেয়ে গেলো। তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সেই আট দফা থেকে চার দফা মানতে হবে।
Leave a Reply