মন্জুরুল আলম রানা নরসিংদী থেকেঃ– গত ৬ জুন চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন নরসিংদী ষ্টেশন পৌছানোর পর নরসিংদী থেকে ঝুমুর কান্তি বাউল ৫২ নামে এক যাত্রী ঢাকা যাবার উদ্দেশ্যে গাড়িটির শেষ বগিতে উঠে এবং বগির জানালার পাশে দাড়াতে গেলে পাশে সিটে বসে থাকা চট্টগ্রামের সিতাকুন্ডের মৃত হাফেজ মিয়ার ছেলে মন্জু ৫৫ নামক এক যাত্রী তাকে জানালার পাশে দাঁড়াতে বাধা দেয়। এতে দুই যাত্রীর মধ্যে বাকবির্তকের এক পর্যায়ে মন্জুর কিল ঘুসিতে ঝুমুর কান্তি বাউল মারাত্বক ভাবে আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলন, সাথে সাথে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পথেই তিনি মারা গেছেন বলে জানান।
এদিকে সকাল ৬টা ৩৪ মিনিটে যাত্রাবিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্যেশে রওনা হলে ষ্টেশনে থাকা যাত্রীরা ঘাতকের ছবি সহ ঘটনার বিবরন বিভিন্ন সামাজিক মাধ্যম ও ফেজবুকে প্রকাশ করলে ঢাকা কমলাপুর রেলওয়ে পুলিশের নজরে আসে এবং মেইল ট্রেন টি কমলাপুর রেলওয়ে ষ্টেশন পৌছানো মাত্র ঘাতক মনজু কে গ্রফতার করে।
নিহতের স্বজনরা ঝুমুর কান্তি বাউল এর লাশ সদর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলেও পুলিশ সেখানে গিয়ে পৌছায় এবং ময়না তদন্ত সহ বিভিন্ন আইনি পদক্ষেপের উদ্যেগ গ্রহন করে।
Leave a Reply