ইউক্রেনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাশিয়ার হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অন্তত চারজন নিহত হয়েছে।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ টেলিগ্রামে বলেন, রাশিয়া অন্তত ১৫বার এই অঞ্চলে হামলা চালিয়েছে।
কর্মকর্তারা রাশিয়ার পশ্চিমে বেলগোরোড অঞ্চলে বৃহস্পতিবার ইউক্রেনের বিমান হামলায় ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বেলগোরোডের ওপর ৩৫টি ইউক্রেনীয় রকেট এবং তিনটি ড্রোন ধ্বংস করেছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, ইউক্রেনের হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেলগোরোড শহরে আগুন ছড়িয়ে পড়েছে।
গ্ল্যাডকভ এই অঞ্চলের দুটি গ্রামে একাধিক বাড়িতে ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন।
বেলগোরোড রাশিয়া-ইউক্রেন সীমান্ত বরাবর অবস্থিত। এখানে প্রায়ই ইউক্রেন হামলা চালায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তিন বছরের সহায়তা প্যাকেজের জন্য সুইডেনের প্রশংসা করেছেন। এই প্যাকেজের অধীনে ৭শ কোটি ডলারের বেশি সহায়তা দেয়া হয়।
বুধবার জেলেন্সকি তার রাতের ভাষণে বলেন, “এটি কেবল আমাদের নয়, কেবল ইউক্রেনই নয়, বাল্টিক থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত সমগ্র ইউরোপীয় পরিধিকে শক্তিশালী করবে।”
ইউক্রেনের নেতা আরও বিমান প্রতিরক্ষার জন্য নতুন করে আবেদন করেছেন।
জেলেন্সকি বলেন, রাশিয়া জ্বালানি ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালাতে যে গাইডেড বোমা ব্যবহার করেছে তা মোকাবিলার জন্য ইউক্রেনের একটি অস্ত্র প্রয়োজন।
জেলেন্সকি বলেন, “এর কোনো বিকল্প নেই- ইউক্রেনের এমন ব্যবস্থা ও কৌশল প্রয়োজন যা আমাদের অবস্থান, আমাদের শহর এবং সম্প্রদায়কে বোমা হামলা থেকে রক্ষা করবে।”
তিনি বলেন, শুধুমাত্র এপ্রিল মাসেই রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছাড়াও ইউক্রেনে এমন ৩,২০০টির বেশি বোমা ছুঁড়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে।
Leave a Reply