রবিবার, ১৬ জুন ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৫ কোটি টাকা টোল আদায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি, প্রয়োজনে জবাব দেয়া হবে : ওবায়দুল কাদের দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ চালু করেছে ব্র্যাক ব্যাংক কাউখালীতে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে ,কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা ফরিদপুরে পাঁচ দিনের ব্যবধানে দুই বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, আতংকিত জনগণ। ঈশ্বরগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ মিললো পুকুরে ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে র‌্যাব কাউখালীতে শেষ মুহূর্তে জমে উঠেছে গরুর হাট। পশুর আমদানি প্রচুর, ক্রেতা কম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ থেকে ২৩ জুন নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ১৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে মোট ৭দিন পশুবাহী ও পঁচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে পবিত্র ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে নৌপথে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে কর্মপন্থা গ্রহণ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি সভায় সভাপতিত্ব করেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো মোস্তফা কামাল এসময় উপস্থিত ছিলেন।
এছাড়া, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়া ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও।
প্রতিমন্ত্রী বলেন, গতবার (ঈদুল ফিতর) ঈদযাত্রা নিরাপদ হয়েছে। সকল পথে নিরাপদে যাত্রীরা বাড়ি ফিরতে পেরেছে। পরিবারের সাথে আনন্দময় ঈদ করেছে। এবারও যাতে ঈদ আনন্দময় ও নিরাপদ হয়; সে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘যাত্রীসহ নৌপথে কোরবানির পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে। যাত্রীসেবার ক্ষেত্রে সরকার আন্তরিক। দেশবিরোধী, আইনবিরোধী কিছু মানুষ নৌপথের ক্ষেত্রেও আছে। তারা বিশৃঙ্খলা তৈরি করে সরকারের বা আমাদের সংস্থাগুলোর ভাবমূর্তি নষ্ট করতে চায়। আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছি। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, এবারের ঈদ মৌসুমে আবহাওয়া ঝুঁকিপূর্ণ। যারা যাত্রী পারাপার ও পণ্য পারাপার করবেন; তারা আবহাওয়া বার্তাগুলো সঠিকভাবে পালন করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com