পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শনিবার সকালে ১জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড, ডাক্তার সাগরিকা রায়, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এম টি ই পি এল এ বি এম আনিসুল হক। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২২ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভিটামিন এক ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, পত্র উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৯০৫ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭০১২জন এবং ১২ থেকে ৫৯ বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫ জন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়োজন বোধে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িতে মোবাইল টিমের মাধ্যমে বাড়িতে ভিটামিন এ ক্যাপসুল পৌছানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ড বলেন, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
Leave a Reply