শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে হারুন-শাকিল জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন বাড়ল স্বর্ণের দাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি অন্তর্বর্তীকালীন সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন: সায়েদুর রহমান সেনাকুঞ্জে অধ্যাপক ইউনূস ও খালেদা জিয়ার কুশল বিনিময় নওগাঁয় পানি উন্নয়ন বোর্ডের অভিযানের নামে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের  অভিযোগ  পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর টিটোয়েন্টি খেলা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

তালতলীতে সভা সমাবেশে ব্যস্ত মাঠে তিন প্রার্থী

  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪, ৬.৩৬ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার (ঘোড়া), আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিন্টু (আনারস), ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (মোটর সাইকেল) প্রতিক নিয়ে সভা সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন। মঙ্গলবার রাতে তিন প্রার্থী তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলা শহরে মিছিল শেষে সমাবেশ করেছেন।


জানাগেছে, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ মার্চ । এ নির্বাচন সামনে রেখে তালতলীর রাজনৈতিক মাঠ গরম হয়ে উঠেছে। এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিন প্রার্থীই ব্যস্ত সভা সমাবেশ নিয়ে। তবে বিএনপি প্রার্থীর সভা সমাবেশ কম। আওয়ামীলীগ দুই প্রার্থী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। সভা সমাবেশে একজন আরেক জনের বিরুদ্ধে কুৎসা রটনা করছেন।

মনিরুজ্জামান মিন্টু উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ছিলেন। ওই পাঁচ বছরে তিনি তৎকালীন ইউএনও, শিক্ষক ও সাধারণ মানুষকে কথায় কথায় মারধর করতেন। ওই কারনে ২০১৯ সালের নির্বাচনে তিনি রেজবি-উল কবির জোমাদ্দারের কাছে হেরে যান।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার গত পাঁচ বছরে সরকারী প্রকল্প, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উপায়ে কোটি কোটি টাকা কামিয়েছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন।

অপর দিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করছেন। ইতিমধ্যে তাকে কেন্দ্রিয় বিএনপি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

আনারস প্রতিক প্রার্থী সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মিন্টু বলেন, সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আশা করি মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

ঘোড়া প্রতিক প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, গত পাঁচ বছরের উন্নয়ন কর্মকান্ডই মুল্যালণ করে ভোটাররা আমাকে ভোট দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com