জাপানের রাজধানী টোকিও’র দক্ষিণে প্রশান্ত মহাসাগরের ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা জানিয়েছে।
আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৩৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হাহাজিমা দ্বীপে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।
এতে সুনামির কোনো হুমকি নেই।
সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply