মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবিত করতে গোপন বৈঠক করার অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসার সহ গ্রেপ্তার ৬ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর ১৪ দিনের নিষেধাজ্ঞা উপজেলা পরিষদ নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে হামাস গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি উচ্ছ্বাস গাজায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী জয়পুরহাটে ভ্যানচালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ডলার-রিয়াল প্রতারক চক্রের ৫ জন গ্রেপ্তার বরগুনার গোয়েন্দা পুলিশ ভালুকায় শ্রমিকদের মজুরী কম দেওয়ার প্রতিবাদে ঢাকা- ময়মনসিংহ সড়ক অবরোধ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিন জনের মৃত্যু চাঁদপুরের চরাঞ্চলের উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় কোস্টগার্ডের মহড়া

মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৯.৫৩ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা ও গেন্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

মো. মাহিন আহমেদ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাসুম আহমেদের ছেলে এবং সরকারি আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। মাহিন মুগদা এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের বড় ভাই মাহফুজ আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে মাহিন এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে মুগদা সড়কে হাঁটার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, রাজধানীর গোন্ডারিয়া থানার পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টি ঘর এলাকায় রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com