দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহের কারণে অসুস্থ হয়ে পড়াদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে দেশের হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
রোববার সচিবালয়ে সারাদেশের হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে অনলাইনে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সামন্ত লাল সেন বলেন, তাপদাহের কারণে হাসপাতালে এই মুহূর্তে কোল্ড কেস (যাদের এখন ভর্তি হওয়ার দরকার নেই) ভর্তি না করার পরামর্শ দেওয়া হয়েছে।
‘কোল্ড কেস অর্থাৎ এক মাস পর অপারেশন করলে অসুবিধা না হয়, সেটা দুই সপ্তাহ পরে করুক। হাসপাতাল খালি রাখার জন্য বলেছি যে, যদি চাপ হয়, তাহলে বাচ্চা ও বয়স্কদের জন্য যেনো ভর্তি করা হয়,’ যোগ করেন তিনি।
হাসপাতালগুলো প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই গরমে সবচেয়ে বেশি ভালনারেবল বয়স্ক ও বাচ্চারা।
‘এবার জলবায়ুর এমন পরিবর্তন হলো যে, আমরা জীবনে কখনো শুনিনি, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। যা হোক এটা প্রকৃতির নিয়ম। আমাদের এগুলো ফেইস করতে হবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
বয়স্ক ও শিশুদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে ওষুধ ও স্যালাইনের পর্যাপ্ত মজুদ আছে।
সামন্ত লাল সেন বলেন, খাবার স্যালাইনের কোথাও কোনো ঘাটতি হলে যেন আমাকে সঙ্গে সঙ্গে জানানো হয়।
এদিনের বৈঠক নিয়ে তিনি বলেন, ‘আমার কয়েকটা নির্দেশনা ছিলো। তার মধ্যে একটা হলো- যারা বয়স্ক ও বাচ্চারা যেনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যায়।
সারাদেশে তীব্র তাপদাহের কারণে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
–একাত্তর
Leave a Reply