মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

আমতলীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পেল ৪ হাজার ৬২১টি পরিবার

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৩.২২ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরগুনার আমতলী পৌরসভার অতিদরিদ্র ও শ্রমজীবি ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া উপহারের বিশেষ ভিজিএফ’র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬/৪/২৪) আমতলী পৌরসভার ৯টি ওয়ার্ডে বসবাসরত সাধারণ,অসাহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে এ চাল প্রদান করা হয়।

চাল বিতরণ উপলক্ষে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় নব নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মসূচির আওতায় অসহায় মানুষ যাতে ঈদ উৎসব থেকে বঞ্চিত না হয় তার জন্য এই বিশেষ ঈদ উপহার।

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার যা দিয়েছেন তার বাহিরেও যারা আছেন তারা আইডি কার্ড নিয়ে আসলে আমার পক্ষ থেকে ১০ কেজি চাল পাবে। সকলের মাঝে আনন্দময় ঈদ উৎসব পালিত হোক এ কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com