আসাদুজ্জামান মাসুদঃ– ঢাকা মেডিকেল কলেজে একের পর এক প্রবেশ করছিল আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স। উৎসুক জনতার ভীড় ঠেলে সাইরেন বাজিয়ে প্রবেশ করা এসব এম্বুলেন্সের কোনটিতে পড়েছিল নিথর দেহ আবার কোনটিতে ছটফট করছিলেন মারাত্মকভাবে দগ্ধ ব্যক্তি।
অগ্নিকাণ্ডে পর থেকেই অগ্নিদগ্ধ ও নিহতদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজে এসে ভিড় করছিলেন প্রিয়জনের খোঁজখবর নিতে।
রাত আড়াইটা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এবং অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় অর্ধশতাধিক মানুষকে।
হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে এই ধারণা করা হচ্ছে।
আগুন লাগা ভবনটি সাত তলার। এর দ্বিতীয় তলায় রয়েছে রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’। এখান থেকেই মূলত আগুনের সূত্রপাত। আগুন লাগার সময় সেখানে খাবার খেতে আসা মানুষজন আটকা পড়েন।
কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনের অন্য ফ্লোরেও রেস্টুরেন্ট ছিল। যেগুলোর গ্যাস সিলিন্ডার রাখা ছিল সিঁড়িতে। আগুন লাগার পর এগুলো বিস্ফোরিত হওয়ায় মানুষ নিচে নামতে পারেনি। রাতে সাংবাদিকদের এমন তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বেশিরভাগ মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরো বলেন ‘দ্বিতীয় তলা ছাড়া ভবনটার প্রতিটি ফ্লোরের আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়, যা ভয়ংকর ও বিপজ্জনক।
রাজধানীর কাকরাইলে বসবাসকারী তিন বোন রিয়া(২৫),আলিশা(২৩),নিহা(১৩)। তিনজনই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। ঢাকা মেডিকেলে আসা এই তিনজনের মামাতো ভাই রাফি তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রাফি বলেন, তারা রাতে তিন বোন একসঙ্গে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্ট খেতে যান। আগুন লাগার সময় তারা সেখানেই আটকা পড়েছিলেন।
এদিকে রাত আড়াইটায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মেডিকেলে পরিদর্শনে এসে তিনি বলেন ফায়ার সার্ভিস,র্যাব,পুলিশ,,বিজিবির বিপুল সংখ্যক সদস্য অগ্নিকাণ্ড স্থলে সার্বিক দিক তত্ত্বাবধান করছেন। এ পর্যন্ত ৭৪ জনকে ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আহতদের সর্বোচ্চ সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তারসহ সংশ্লিষ্ট প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
Leave a Reply