বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর বড়পোল হালিশহর ও বন্দর থানার ওয়ার্ডস্থ এলাকায় সোলায়মান ও রানার চাঁদাবাজি যেন থামছেই না।সোলায়মানের চাঁদাবাজিতে পিয়াজু গাড়ির মালিক ও ড্রাইভার অতিষ্ট, এমন একটি অভিযোগ উঠেছে চাঁদাবাজ সোলায়মান ও রানার বিরুদ্ধে । ১৭ই ফেব্রুয়ারি শনিবার সকালে পিয়াজু গাড়ির মালিক ও ড্রাইভার এ অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শ্রমিক নেতা মোঃ হারুন অর রশিদ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
সোলায়মান ও রানার চাঁদাবাজির ব্যাপারে শ্রমিক নেতা হারুন অর রশিদ সংবাদমাধ্যমকে বলেন অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৪৪১, প্রধান কার্যালয়, সল্টগোলা রেল ক্রসিং, বন্দর এলাকায় ১৯৯০ সাল থেকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছি, স্থানীয় বখাটে, প্রতারক, অস্ত্রধারী-সন্ত্রাসী, অর্থ আত্মসাৎকারী দেশের প্রচলিত আইন কানুন একেবারে তুচ্ছ করে সমাজের নিরীহ লোকজন হতে ভয়ভীতি প্রদর্শন করে দলবল হয়ে চাঁদা আদায় করাই একমাত্র নেশা ও পেশা সোলায়মান ও রানার। পুরাতন বড়পোল, নতুন মার্কেট, পোর্ট কলোনী, ১২নং পুরাতন পৌর মার্কেট, বন্দর হাসপাতাল, বন্দর স্কুল, বন্দর কাস্টম হাউজ গেইট পর্যন্ত এক মাইল রাস্তা দিয়ে এসব অবৈধ গাড়ী চলাচল করছে।তিনি আরও বলেন,ট্রাফিক পুলিশ ও এলাকার স্থানীয় নেতাদেরকে প্রতিমাসে টাকা দিতে হয়,এবং বন্দর থানা পুলিশ কে ও ম্যানেজ করতে হয়,শ্রমিক নেতা হারুন অর রশিদ আরও বলেন,যে সকল গাড়ী চলাচল করছে এসব গাড়ীর নম্বর সহ উপস্থাপনা করছি।
চট্টমেট্রো প/ফ যথাক্রমে ১১-৮৮৫, ১১-১০৫২, ১১-০৬৫৯, ১১-০০৩২, ১১-০৮৮১, ১১-৬১৫৪, ১১-০৬১১, ০৫-০৯০, ১১-০০০১, ১১-০০৩৮, ১১-
০২৩৮, ১১-০৬৫৩, ১১-০৯০৮,১১-১৩২৯,
১১-২৪৭৫, ১১-০০১২, ১১-২৯৮০, ১১-৩০৮০, ১১-৩০০১, ১১-০৬৬৪, ১১-০৪৭৪, ০৫-০২৭৩, ১১-
৩০০২, ১১-২৯১ ২৯১০, ১১-০৪৪২, ০৫-০০০৫, ১১-০৪১৩, ১১-০৪২৪, ১১-০৫৩৭, ১১-০১২৩, ১১-০৯৬১, ১১-০৮৬১, ০৫-০ , ১১-০৮০৩, ১১- ০৫-০২৬৭,০৮ ১৮১৮, ১১-০১১০, ১১-০৮৩৯, ১১-০২৫৬, ১১-০১৩১, ১১-০৫০৮, ০৫-২৯৭ এই সব পিয়াজু গাড়ী থেকে মাসোহারা চাঁদা উত্তোলন করা হচ্ছে ৪৫০০/(চার হাজার পাঁচশত টাকা) দিনদৈনিক চাঁদা উত্তোলন করা হচ্ছে ৩৫০/( তিনশত পঞ্চাশ টাকা)
চাঁদাবাজির ব্যাপারে পিয়াজু গাড়ীর মালিক ও ড্রাইভারের কাছে জানতে চাইলে সংবাদমাধ্যমকে বলেন,বাধ্যতামুলক সোলায়মান কে টাকা দিতে হবে,লাইনের টাকা না দিলে কোনভাবেই গাড়ী চালাতে দিবে না সোলায়মান ও রানা।সোলায়মান ও রানাকে প্রতিমাসে মাসোহারা দিতে হয় ৪৫০০/ টাকা ও দৈনিক দিতে হয় ৩৫০/ টাকা। সোলায়মান কে টাকা না দিলে সার্জেন্ট ডেকে গাড়ী টু করে দেন,কোন মাসে মাসোহারা দিতে দেরি হলে সেক্ষেত্রে সোলায়মান ও রানা গাড়ী চালানো বন্ধ করে দেন,আমরা গাড়ীর মালিকরা এদের ভয়ে কাউকে বা, কারও কাছে কিছু বলতে পারি না বলে জানান তিনি।
এবিষয়ে সোলায়মান এর মুঠোফোনে একাধিকবার
যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সোলায়মান ও রানার চাঁদাবাজির এব্যাপারে আগ্রাবাদ ট্রাফিক বিভাগের ডিসি মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,আমাদের কোন ট্রাফিক পুলিশ এসব কাজের সাথে জরিত নাই,যারা
ট্রাফিক পুলিশের কথা বলে চাঁদাবাজি করছেন তাদেরকে আমরা খুজতেছি এবং আমরা ঔব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি বলে জানান তিনি।
Leave a Reply