মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষা ও খাল দখলমুক্তসহ অবৈধ দখলদার উচ্ছেদে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.২৯ পিএম
  • ২৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরেরর শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, শিক্ষক ও রাজনীতিকরা অংশ নেন।
মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ কমাÐার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন, সংস্কৃতিজন সাংবাদিক শিবু সাওজাল, সাবেক পৌর কাউন্সিলর মোতালেব হোসেন মধু, প্রবীণ সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম, আজাদী, রোকনুজ্জামান শরীফ, দেবদাস মজুমদার, প্রবাসী সাইদুল হক খান, সাংবাদিক আবুল কালাম আজাদ ও ইসরাত জাহান মমতাজ প্রমূখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঠবাড়িয়া পৌরশহর প্রথম শ্রেণীর হলেও শহরের পরিবেশ চরম বিপন্ন। অবৈধ দখলদারদের কব্জায় শহরের প্রাণকেন্দ্রের প্রবহমান খাল দখল দূষণে নব্যতা হারিয়েছে। শহরের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় শহরের জানজটে নাগরিক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় স্থানীয় প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা শুরু করলে একটি কুচক্রি মহল এ অভিযান ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।  সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে শহরের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com