মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৪; ১৯.৩০ ঘটিকায় সময় বাদী এসআই(নিঃ) মোঃ বেলায়েত হোসেন থানা এলাকায় মোবাইল-৫১ ডিউটি করাকালীন সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী আকাশ প্রধান (২০) কে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হতে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার পূর্বক জব্দ করেন।উক্ত ঘটনায় ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আকাশ প্রধান (২০), পিতা-শাহআলম প্রধান প্রকাশ হামিদুল প্রধান, মাতা-সোনালী বেগম, সাং-বরকতপুর, ০৭ নং প্রবনাপুর ইউপি, পোঃ ফকিরহাট, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা, বর্তমানে-সিমেন্ট ক্রসিং, রাসেল কমিশনারের ভাড়া বাসার নীচতলা, থানা-ইপিজেড, জেলা- চট্টগ্রাম।
Leave a Reply