এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা করোনা পজিটিভ হয়ে নারায়ণগন্জে গত শনিবার সকালে মৃত্যু বরন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, তিনি ঠান্ডা,জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ৪ দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য এসে ডাক্তার দেখিয়ে আবার নিজ বাড়ি নবিয়াবাদে চলে যান,ঐ দিন বিকেলে স্বাস্থ্যের অবনতির কারনে তাকে ঢাকায় প্রেরন করা হয়।পরে ওই করোনা পজিটিভ আক্রান্ত জীবন কৃষ্ণ সাহা করোনায় নারায়ণগন্জে মৃত্যু বরন করেন। বিষয়টি নিশ্চত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির। তাৎক্ষণিক ওই ব্যাক্তির মৃত্যুর খবর হলে উপজেলা প্রশাসন তার নিজ গ্রাম নবিয়াবাদে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান ওই মৃত ব্যাক্তির আশে-পাশের ৮টি পরিবারকে লাগডাউন করা হয়েছে। ওই মৃত ব্যাক্তির কোনো সদস্য নবিয়াবাদ গ্রামে নেই তার স্ত্রীসহ অনান্য সদস্যরা নারায়ণগন্জে আছেন। নারায়ণগন্জ থেকে জীবন কৃষ্ণ সাহা’র সাথে আসা তার আত্নীয় তপন সাহা কে ৮ নং জাফরগন্জ ইউনিয়নে নিজ বাড়িতে লগডাউন করে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ব্যাপারে প্রশাসন দৃস্টি রাখবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। ওই দিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামনের মোঠো ফোনে জানা যায় শনিবার বিকাল পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত পাওয়া যায়।তবে এদের মধ্যে ২ জনই কুমিল্লা জেলার বাহিরে মৃত্যু বরন করেন।
Leave a Reply