চট্টগ্রাম নগরীর বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডস্থ ওয়াশিল চৌধুরী পাড়া হতে বেলাল ও ইমন নিখোঁজ হয়েছে।
গত ৪ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টার সময় বেলাল (১২)ও ইমন (১৩) নামে দুটি ছেলে হারিয়ে যায়। বেলালের পরনে ছিল নীল শার্ট ও থ্রী কোয়ার্টার প্যান্ট এবং ইমনের পরনে শীতের সোয়েটার ও জিন্স প্যান্ট।দুজনের গায়ের রং শ্যামলা এবং চলিত ভাষায় কথা বলে।যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলে দুইটির সন্ধ্যান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো, 01766-513429,01709-449141,এবিষয়ে বন্দর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
Leave a Reply