শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি ২০২৪-২০২৬ নির্বাচনে ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদের প্রার্থীদের পূর্ণ প্যানেলে ভোট দিন গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ নারী সাংবাদিককে মারধর হেনস্তার ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক জামালের উপর সন্ত্রাসী হামলা নারী সাংবাদিক হেনস্তাকারীদের শাস্তি চান বরিশাল বিভাগীয় প্রেসক্লাবের নেতারা ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ে ঢুকল পুলিশ ৩০০ আন্দোলনকারীকে গ্রেফতার শনিবার থেকে বাড়ছে রেলের ভাড়া টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ২৯ দীর্ঘ প্রতীক্ষার পর লক্ষ্মীপুরে বৃষ্টি নামলো  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩ জনের মৃত্যু

ব্র্যাক ব্যাংকে এখন থেকে ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল® কার্ডস এবং ডিসকভার® কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে

  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৭.৫৫ এএম
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৩: এখন থেকে বিশ্বখ্যাত ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল® কার্ডস এবং ডিসকভার® কার্ডস দিয়ে পেমেন্ট করা যাবে ব্র্যাক ব্যাংকে। এ লক্ষ্যে ডিসকভার® গ্লোবাল নেটওয়ার্কের সাথে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে এই চুক্তির ফলে এখন থেকে ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্লোবাল পেমেন্ট ব্র্যান্ডসমূহ এবং ডাইনার্স ক্লাব কার্ড ও ডিসকভার কার্ড ব্যবহারকারীরা ব্র্যাক ব্যাংকের পেমেন্ট পয়েন্টস- পিওএস- এ তাঁদের কার্ড ব্যবহার করতে পারবেন।

এটি কার্ড ব্যবহারকারীদের স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট ও ট্রানজ্যাকশনের ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারীরা লাইফস্টাইল, হোটেল, রেস্তোরাঁ এবং ভ্রমণে দেশজুড়ে ব্র্যাক ব্যাংকের ৮ হাজারেরও বেশি পিওএস টার্মিনাল ব্যবহার করতে পারবেন। ‘রুপে’সহ (RuPay) ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ২৫টিরও বেশি নেটওয়ার্ক পার্টনার রয়েছে, যা বিশ্বব্যাপী কার্ড ব্যবহারকারীদের জন্য পেমেন্ট ও ট্রানজ্যাকশন আরও সহজ করে তুলবে।

কার্ড ব্যবহারকারীদের জন্য আগামী বছর বেশ কিছু সুযোগ-সুবিধাসহ ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড চালু করার পরিকল্পনা রয়েছে ব্র্যাক ব্যাংকের।

ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে চুক্তির ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ডাইনার্স ক্লাব কার্ড এবং ডিসকভার কার্ডের পেমেন্ট গ্রহণ করার লক্ষ্যে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে চুক্তি করতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এই চুক্তির ফলে এখন থেকে কার্ড ব্যবহারকারীরা অনেক ধরনের পেমেন্ট অপশন-সুবিধা উপভোগের পাশাপাশি ঝামেলাহীন পেমেন্ট সুবিধাও উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে আন্তর্জাতিক পার্টনারদের সাথে সহযোগিতা-চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান প্রয়োজন মেটাতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ডাইনার্স ক্লাব কার্ডস এবং ডিসকভার কার্ডসের পেমেন্ট গ্রহণ আমাদের নেটওয়ার্ক সক্ষমতা এবং কার্ড ব্যবসায়ের প্রবৃদ্ধি-পরিকল্পনারই প্রতিফলন। এই চুক্তিটি আন্তর্জাতিক পেমেন্ট ব্র্যান্ডের সাথে একসাথে কাজ করা এবং বাংলাদেশের মার্কেটে পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের সাথে আমাদের এই চুক্তিটি সামনের দিনগুলোতেও গ্রাহকদের জন্য আরও অনেক দুর্দান্ত সেবা নিয়ে আসার যাত্রায় একটি সূচনা মাত্র।”

ব্র্যাক ব্যাংকের সাথে জোটের বিষয়ে ডিসকভার গ্লোবাল নেটওয়ার্কের ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল মার্কেট ক্রিস উইন্টার বলেন, “ব্র্যাক ব্যাংকের সাথে এই সহযোগিতা-চুক্তির মাধ্যমে আমরা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা এবং সুবিধা দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের পেমেন্ট ইকোসিস্টেমকে উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে আমাদের অব্যাহত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতিরই অংশ।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com