রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ৬.১৭ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ৭ জানুয়ারী শান্তিতপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। সংসদীয় আসন দিনাজপুর-৫ ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোট গ্রহন চলে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মীর আল কামাহ তমাল জনান, ৬২৪ জন আনছার ব্যাটালিয়ান আনছার ৮ জন, ৩ প্লাটুন বিজিবি, সাদা পোষাকসহ পুলিশ প্রায় ২০০ জন ও পুলিশের স্ট্রাইকফোর্স নিয়ে নানা মুখী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সবসময় র‌্যাব ১৩ টিম মাঠে রয়েছে। এ উপজেলা কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এখন ভোট গননা চলছে। সকালে নির্ধারিত সময়ে ৫২টি কেন্দ্রে ৫২জন প্রিজাইটিং অফিসারের মাধ্যমে ভোটের সকল ব্যালট পেপার পাঠানো হয়। এখন পর্যন্ত ফুলবাড়ীর ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকুলে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com