সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

আচরণ বিধি লঙ্ঘনের কারণে চট্টগ্রাম-১৬ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল

  • আপডেট সময় রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ৭২ বার পড়া হয়েছে

আচরণ বিধি লঙ্ঘনের কারণে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন সচিব। ভোটগ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট এক বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। ইসি সচিব বলেন, ‘তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছেন, তাদের উপর চড়াও হয়েছেন৷ সব বিবেচনায় নিয়ে কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে ৷এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীকে স্বতন্ত্রের প্রার্থী আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান।

এদিকে পুলিশের এক কর্মকর্তাকে নৌকার প্রার্থী মোস্তাফিজুরের ধমকানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক সূত্রে জানা যায়, নিজের অনুসারীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে গিয়ে এই ঘটনা ঘটান এ প্রার্থী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com