রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় দিলীপ কুমার আগরওয়ালার জনসভায় গণমানুষের ঢল

  • আপডেট সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৭.০৩ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে। জোরালো ভাবে চলছে প্রার্থীদের প্রচার ও প্রচারণা। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা-১ আসনের সকল প্রার্থীদেরকেও বিভিন্ন সভা সমাবেশ করতে দেখা গেছে। তবে এরমধ্যে ঈগল প্রতীকের আয়োজিত জনসভায় গণমানুষের ঢল দেখা গেছে। গতকল দুপুর থেকেই বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ড থেকে ঈগল প্রতীকের স্লোগান দিয়ে দল-বেদলে স্টেডিয়াম মাঠে প্রায় লক্ষাধিক মানুষ জড় হতে থাকে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২৪) বিকেলে চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল প্রতীকের সমর্থনে পুরানা স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় দিলীপ কুমার আগরওয়ালা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতিপূর্বে তিনি চুয়াডাঙ্গায় একাধিক উন্নয়নমূলক কাল করেছেন ভবিষ্যতেও করবেন। এবং তিনি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে এই চুয়াডাঙ্গা ১-আসনকে তিনি মডেল চুয়াডাঙ্গায় রুপান্তরিত করবেন। এসময়ে তিনি মডেল মসজিদ, গোরস্থান, মন্দির এবং চুয়াডাঙ্গা পাবলিক বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি দেন। এসময়ে তিনি আরো বলেন বেকারত্ব মুক্ত এবং স্মার্ট চুয়াডাঙ্গা বিনির্মানে ঈগল প্রতীকের কোনো বিকল্প নাই।

কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন টাইগারের সভাপতিত্বে এবং অ্যাড. মোঃ শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। বিশেষ অতিথি সামসুল আবেদীন খোন, আয়ুব হোসেন, হাসান কাদির গনু, অ্যাড. আব্দুল মালেক, কাওসার আহমেদ বাবলু, জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন পারভেজ, আবু তাহের বিশ্বাস, আঃ হালিম মন্ডল, গোলাম ফারুক জোয়ার্দ্দার, নজরুল ইসলাম, আফরোজা পারভীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com