মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চর কেওয়ার ও মোল্লাকান্দিতে নৌকা ও কাঁচি সমর্থকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে পরস্পরের বিরুদ্ধে। এ হামলায় একজনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ গুহেতকান্দি এলাকায় নৌকার মৃনাল কান্তি দাসকে সমর্থন করায় চাচাতো ভাই ওমর ফারুক হাওলাদারকে পিটিয়ে আহত করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক ও মুন্সীগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হাওলাদার।
আহত ওমর ফারুক অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় নৌকার মৃনাল কান্তি দাসের সমর্থক হিসেবে নির্বাচনের প্রচারে অংশ নেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক তার আপন চাচাতো ভাই দলবল নিয়ে সকালে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি ঘর থেকে বেরিয়ে এলে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করেন তারা। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
অন্যদিকে, শুক্রবার গভীর রাতে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুরে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক হেপা মোল্লা ও মহিউদ্দিন মোল্লার বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী মৃনাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবুল কাজিসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে। তবে বাড়িতে লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের চরাঞ্চলে নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার ও কাঁচি মার্কার সমর্থকদের বাড়িতে হামলার খবরটি তাদের কাছে আছে। দুইটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান তিনি।
Leave a Reply