গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টরঃ-ঠাকুরগাঁও জেলায় ৮ই ডিসেম্বর শুক্রবার ২০২৩ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অসৎ অবলম্বন ও অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় ৯ জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
জানা যায়,শুক্রবার ৮ই ডিসেম্বর-২০২৩ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেসব পরীক্ষার্থীকে অসৎপথে ও ডিভাইসসহ আটক হয়।আটককৃতরা হলেন-শ্রী টঙ্কুনাথ বর্মন(৩২),পিতা পঞ্চানন চন্দ্র,সাং- বাজে বকসা,থানা- রানীশংকৈল,ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃসোহানুর রহমান (২৮),পিতা-মোঃহুমায়ুন কবির,সাং-আলসিয়া,থানা-রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃউমর ফারুক(২৯),পিতা-মোঃ আলিম উদ্দিন,সাং-পাটুয়াপাড়া,থানা-পীরগঞ্জ কে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে, মোঃআনোয়ার খালেদ(২৮),পিতা-মোঃজামান আলী,সাং-আলোক সিপি,থানা-বালিয়াডাঙ্গী কে ঠাকুরগাঁও সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃআব্দুল আল নোমান(২৮),পিতা-মোঃ আকবর আলী,মাতা-রিনা খানম,সাং-আরাজি চন্দনচহট(মালিবস্তি)কে আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,রোজিনা খাতুন(২৭)স্বামী-আজহারুল ইসলাম,সাং-মধুপুর থানা-রুহিয়া ও মোছাঃ হাসনা হেনা(৩০),পিতা-আনিছুর রহমান,সাং-হরিনমারী, জেলা-ঠাকুরগাঁ কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে,মোছাঃআর্জিনা(৩০)স্বামী- সমীরুল ইসলাম সাং-নারায়ণপুর,থানা- পীরগঞ্জগন কে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে,মোঃমনিরুল ইসলাম (২৮),পিতা-মোঃএনামুল হক,সাং-বাজে বক্সা, বাচোর ইউপি,উভয় থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে মোবাইলসহ আউলিয়াপুর ইউনিয়নস্থ কচুবাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।
Leave a Reply