সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

নান্দাইলে পুলিশ বিএনপি সংঘর্ষে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২.২৩ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের নান্দাইলে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা দেওয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার মাজার বাসস্ট্যান্ড নামক এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ৪টি টিয়ারশেল নিক্ষেপ ও ১৫টি রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে পুলিশের এসআই কামাল হোসেন ও পুলিশ কনস্টেবল জাহিদুল সহ বিএনপি’র ৩৫জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় আউয়াল (৩৫) নামের এক শ্রমিকদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিএনপি’র অজ্ঞাত এক কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী সমর্থিত বিএনপি নেতাকর্মীরা মোয়াজ্জেমপুর ইউনিয়নের বেলালাবাদ গ্রাম থেকে একটি অবরোধ মিছিল বের করে মাজার বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে পুলিশ এতে বাধা প্রদান করে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতকন্ডায় জড়িয়ে পড়লে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে বিএনপি নেতা খাইরুল ইসলাম মানিক, বাদল মিয়া, সোহেল, আব্দুল জলিল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান খান ইভাদ, সাহাদাত হোসেন রাব্বী, দেলোয়ার হোসেন রানা ও হৃদয় হাসান সহ ৩৫জন নেতাকর্মী আহত হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সুমন মিয়া বলেন, মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠতে চাইলে তাদেরকে নিষেধ করা হয়। পরে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর ছড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়া হয়েছে। উক্ত ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com