মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন নাটকে অভিনয় করছেন ডা. সাবরিনা কবি নজরুল শহিদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা ইসরাইলি হামলার সমুচিত জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান : আলী লারিজানি সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের পাবনায় নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন প্রকল্পের আওতায় স্পট লোন পেলেন সিলেটের সিএমএসএমই উদ্যোক্তারা

আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৬.৩৬ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এমনটা বিবেচনায় রেখেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে আওয়ামী লীগ। তথ্য যাচাই-বাছাই শেষে দেশের ৩০০টি আসনের মনোনয়ন তালিকা দলীয় প্রধানের টেবিলে আছে, বললেন কেন্দ্রীয় নেতারা। জনপ্রিয়, কর্মীবান্ধব আর ভোটার পছন্দে এগিয়ে থাকা প্রার্থীরাই এবার পাবেন মনোনয়ন।

বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ধরে নিয়েই সবাইকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে জানান মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে চলছে শেষ মুহূর্তের কাজ। সবশেষ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের নির্বাচনের জন্য সবদিক বিবেচনায় রেখে প্রস্ততি নেয়ার নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগ নেতাদের ধারণা, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে মনোনয়ন বাণিজ্য আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আওয়ামী লীগে প্রার্থীতা নির্বাচনের ক্ষেত্রে জনপ্রিয় আর কর্মীবান্ধব নেতাকে প্রাধান্য দেয়া হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি নির্বাচনে আসবে, সেভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আর যদি না আসে তারপরও আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মাননীয় নেত্রী ইতিমধ্যে ৩০০ আসনের সকল সংসদ সদস্যের তথ্য নিয়েছেন। তথ্য উপাত্ত নিয়ে তিনি নিজে বিশ্লেষণ তৈরি করে রেখেছেন। অতএব কর্মীবান্ধব, জনপ্রিয় এবং ভোটার পছন্দে এগিয়ে থাকা প্রার্থীদেরই মনোনয়ন দেবেন।

তৃণমূল থেকে কেন্দ্রীয় প্রতিবেদন আর মাঠ জরিপের ফলাফল যাচাই বাছাই করে তরুণ এবং প্রবীণদেরকে মিলিয়ে দলীয় প্রধানের হাতে চূড়ান্ত তালিকা দেয়া হয়েছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা কয়েক দফা মাঠ জরিপ করিয়েছেন। সমস্ত মাঠ জরিপ উনার হাতে রয়েছে। কাজেই নেত্রী এই তদন্ত প্রতিবেদন অনুসারে মনোনয়ন ঘোষণা করবেন। তিনি অনেক কাজ এগিয়ে রেখেছেন। সব প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

যে আসনগুলোতে আওয়ামী লীগ কখনোই বিজয়ী হতে পারেনি, সেখানে তরুণদের মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com