রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ১০৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে মা ইলিশ সংরক্ষন উপলক্ষে আলোচনা সভা করেছে সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষে ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন খেলাধুলার আয়োজন শেষে বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ। সভায় ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজমীর হোসেন মাঝি এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাসটেইনেবল কোষ্টাল এ্যান্ড মেরিন ফিসরিজ প্রকল্পের সদর উপজেলা ক্লাষ্টার অফিসার মো শাহীন মৃধা, শারিকতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাবুল আলী শেখ, পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক মৎস্যজীবি, তাদের পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জেলেদের অংশগ্রহনে আয়োজিত বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আলোচনা সভায় বক্তারা বলেন, মা ইলিশ আমাদের একটি জাতীয় সম্পদ। যাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ সঠিকভাবে সংরক্ষণ সম্ভব হলে জেলেরা যেমন ভালো থাকবে, তেমনি ভালো থাকবে বাংলাদেশ। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সরকার। তবে সকলের সহযোগিতাই পারে ইলিশ সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে। বিশেষ করে মৎস্যজীবিরা এ কার্যক্রমে সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com