আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-নির্মিত হয়েছে নতুন একটি টেলিফিল্ম “সাহেব বিবি গোলাম” নাট্যকার আল আমিন স্বপন এর লিখা টেলিফিল্ম এই টেলফিল্মটি পরিচালনা করেছেন — অনন্য ইমন, এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, নাবিলা, শিবলি নোমান, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এস এ আরেফিন, সুমন আহমেদ বাবু,প্রিয়া মনি, তুহিন রেজা,আবির সহ আরো অনেকে। টানা তিন দিন,
কাওলাতে নোঙ্গর শুটিং হাউস এ, শুটিং হয়।
টেলিফিল্মটি খুব শিগ্রই একটি বেসরকারি টিভি
চ্যানেলে প্রচার হবে ।
অভিনেতা ইরফান সাজ্জাদ টেলিফিল্ম সম্পর্কে বলেন, গল্পটা দারুণ, এই গল্পের মাধ্যমে প্রেমের সম্পর্কে দারুণ একটা মেসেজ দেয়া হয়েছে দর্শকদের।
গল্পটি একটি যুগল স্বামী স্ত্রীকে কিডনাপ করা নিয়ে কাহিনি। স্বামী আবির তার বউকে নিয়ে একটি প্রোগ্রামে যাচ্ছেন, হঠাৎ তারা কিডন্যাপ হয়ে যান।কিভাবে কি হলো সেটা তারা রাজকে দেখেই জানতে পারেন। রাজ এদের
দুজনকেই তার লোকজনকে দিয়ে এই কাজটি করেন।
রাজ তাদের কাছ থেকে কোন টাকা দাবি না করে, তাদের নিয়ে বিভিন্ন খেলায় ব্যস্ত হয়ে যান। এক সময় ঘটনা অন্যদিকে মোড় নেয়….।
Leave a Reply