সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

গৌরীপুরে রাধাষ্টমী ব্রতের ব্যাপক প্রস্তুতি

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭.০৬ এএম
  • ৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে আগামী ৫ আশ্বিণ ১৪৩০ বাংলা ২৩ সেপ্টেম্বর ২০২৩ সাড়ম্বরে রাধাষ্টমী ব্রত পালনের লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে নরোত্তম সংঘে। সকল কার্যক্রম পুরোহিত পাড়াস্থ শ্রী শ্রী রাধা গোপিনাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে ৩ আশ্বিণ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন নরোত্তম সংঘের কর্ণধার এই
পত্রিকার সাংবাদিক দিলীপ কুমার দাসের পরম পূজনীয় গুরুতুল্য অভিরাম দাস অলক।

৪ আশ্বিণ ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টায় চতুষ্প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞের শুভ অধিবাস।

৫ আশ্বিন ২৩ সেপ্টেম্বর শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটে মঙ্গলারতী অন্তে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
চতুষ্প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। সকাল সাড়ে ৯ টায় বর্ণাঢ্য র‍্যালি সহ সপ্ত ঘাটে জল ভরন,দুপুর ১ টায় শ্রী শ্রী রাধা রানীর মহা অভিষেক, সন্ধ্যা অনুকল্প প্রসাদ বিতরন।

৬ আশ্বিন ২৪ সেপ্টেম্বর রবিবার মধ্যোহ্নে শ্রীমন্ম মহাপ্রভুর ভোগ আরাধনা, মহা প্রসাদ বিতরন ও
মহন্ত বিদায়।

উল্লেখ্য যে, বর্ণাঢ্য আয়োজনে এ রাধাষ্টমী ব্রত পালনের প্রশংসার দাবিদার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নরোত্তম সংঘ। সারা বাংলাদেশে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে। অদুর ভবিষতে এটি আরো উত্তরোত্তর প্রশংসা অর্জনে অগ্রণি ভুমিকা পালন করবে বলে জানিয়েছেন সংঘের সভাপতি সুবল চন্দ্র সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com