বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সেলফি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে না : মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার ‘সেলফি’ তার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে না।

তিনি বলেন, ‘আপনারা (ক্ষমতাসীন দল) এতটাই দেউলিয়া এবং অসহায় যে বাইডেনের সঙ্গে সেলফি দেখে উত্তেজিত হয়ে পড়েছেন। আপনারা এখন প্রচার করছেন আপনারা জিতেছেন।’

এই বিএনপি নেতা বলেন, ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিজয় হবে। ‘সেই ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পদক্ষেপ নিন। তা না হলে, কোনো বাইডেন ও সেলফি আপনাদের রক্ষা করতে পারবে না। এটা এখন খুব পরিষ্কার।’

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে না। ‘জনগণ আপনাদের কখনই ক্ষমা করবে না এবং আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।’

রবিবার প্রয়াত বিএনপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে শনিবার নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ফখরুল আক্ষেপ করে বলেন, এটা জাতির জন্য দুর্ভাগ্য যে মানুষ মৌলিক সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সেলফির মতো একটি হালকা বিষয় নিয়ে কথা বলছে।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) বলছেন ফখরুল এখন কী বলবেন? আমি তার গলায় এই সেলফির একটি ফটো বেঁধে নিয়ে ঘুরে বেড়ানোর পরামর্শ দিই। আমেরিকার বাইডেন যে আপনার সঙ্গে আছে তা দেখাতে এটি আপনাকে অনেক সাহায্য করবে।’

বিএনপি নেতা স্মরণ করেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন যে আমেরিকা তাকে সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ায় তার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন করেন, ‘এটা দেখে (সেলফি) এখন আমরা কী বুঝব? আপনারাও কি সেন্ট মার্টিন দ্বীপ দিয়েছেন?’

ফখরুল বলেন, শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সেলফির পর যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ভিসা নীতি পরিবর্তন করেনি। ‘তাই ভেবেচিন্তে কথা বলুন।’

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন বা আমেরিকা একটি গণতন্ত্রপন্থী দেশ এবং তারা খুব স্পষ্টভাবে বলেছেন যে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

এই বিএনপি নেতা বলেন, ‘তারা (আমেরিকা) বলেছে তারা এখানে একটি ভালো এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু আমেরিকা নয়, গোটা গণতান্ত্রিক বিশ্ব তাই বলছে। আমরা এটাকে সম্মান করি। এর মানে এই নয় যে আমরা কেবল এটিই চিন্তা করি। আমরা আমাদের জনগণের মতামতকে খুব মূল্য দিই।’

তিনি বলেন, দেশের জনগণও স্পষ্টভাবে সরকারকে তার দুঃশাসন ও দমন-পীড়নের অবসান ঘটিয়ে অবিলম্বে পদত্যাগ করার বার্তা দিয়েছে।

ফখরুল বর্তমান সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত এবং গণমুখী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

– ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com