সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধনে ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু সৈনিকলীগ।

  • আপডেট সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬.৪৯ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রথম দ্রুতগতি সম্পন্ন  উড়াল মহাসড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত দেশের প্রথম উড়ালসড়কটি (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) আগামীকাল রোববার (০৩ সেপ্টেম্বর) থেকে সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর ফলে, মাত্র ১২ মিনিটে থেকে কাওলা থেকে ফার্মগেট পৌঁছাতে পারবেন যাত্রীরা।

শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঢাকা ১৮ আসনের মাটি মানুষের নেতা আলহাজ্ব মোঃ  হাবিব হাসন এমপির নেতৃত্ব একটি বিশাল র‍্যালি আগারগাঁও সভাস্থলে  এসে জমায়েত হয়। কাইলাটিয়াস্থ এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন স্থলে  প্রধানমন্ত্রীর আগমনের পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি হাবিব হাসান। পরে তিনি সেখান থেকে ফিরে আসার পর সরাসরি আগারগাঁও বাণিজ্য মেলার জনসভায় যোগ দেন।

এ সময় উপস্থিত  ছিলেন  খিলক্ষেত থানা আওয়ামীলীগের  সাবেক সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আসলাম উদ্দিন ও ভাটারা  থানা আওয়ামলীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ ইসহাক উদ্দিন ও খিলক্ষেত থানা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি  মোঃ সোয়েবুর রহমান জুয়েল, ৯৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম ও  খিলক্ষেত থানা আওয়ামীলীগের  প্রচার প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জি ও জাতীয় শ্রমিক লীগ খিলক্ষেত থানা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল মন্ডল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনসভাকে  সফল করার জন্য সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com