মোঃ শহিদুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ সিএমপি ইপিজেড থানা অফিসার ইনচার্জ আবদুল করিমকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দিয়ে নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ হোসাইনকে বরণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব ভার বুঝিয়ে দেন সিএমপির উপপুলিশ কমিশনার শাকিলা সুলতানা (বন্দর জোন)।
গত ৩০ আগষ্ট রোজ বুধবার সন্ধ্যায় ইপিজেড থানা প্রাংগনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) শাকিলা সুলতানা বিদায় ও যোগদান সংবর্ধনাটি সম্পন্ন করেছেন। থানার ওসি তদন্ত মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদায়ী ওসি আব্দুল করিম, নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসাইন, সেকেন্ড অফিসার (সিনিয়র এস আই ) মোঃ আলতাফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
মোহাম্মদ হোসাইন ইতিপূর্বে বায়েজিদ থানায় তদন্ত অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। আর বিদায়ী ওসি আব্দুল করিম সিএমপির নগর বিশেষ পুলিশ (সিটি এসবির) টিমে যোগদান করেছেন বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply