আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে গান করে যাচ্ছে সময়ের জনপ্রিয় চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত শ্রাবনী সায়ন্তনী এসময়ের উদীয়মান তারকা।একের পর এক নতুন গানে কন্ঠ দিচ্ছেন। সদ্য প্রকাশিত হয়েছে শ্রাবণী সায়ন্তনীর নতুন গান “মন পিয়ন” গানটির খুব সুন্দর একটি মিউজিক ভিডিও সহ রিলিজ হয়েছে তরঙ্গ মিউজিক সেন্টার এর ব্যানারে।এটি মূলত দৈত গান।
শ্রাবণী সায়ন্তনীর সাথে দৈত্য কণ্ঠ দিয়েছেন সংগীত শিল্পী রুবেল খন্দকার । গানটির কথা ও সুর করেছেন :প্রসনজিত মন্ডল। গানটির মিউজিক কম্পোজিশন করেছেন এম.এমপি রনি।গানটিতে অভিনয় করেছেন আনফি সিনহা ও রুবেল খন্দকার।
গানটির ভিডিও ডিরেকশন দিয়েছেন শুভ্র মেহেরাজ।
গানটি শ্রতারা ভীষণ ভাবে পছন্দ করছেন।
এছাড়াও আরো বেশ কিছু গান রিলিজ হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য বন্ধুরে,তারে আমি ভালোবাসি,একটু,ভালোবাসি তোমায়,অকারণ বিরহ,তুমি আমার প্রথম সকাল, সোনা বউ,মন দেবোনা,ভুল ঠিকানা,তোমাকে চাই,লোকে বলে,অভিমান,চান্দেরো আলো, আলাপন,চলো আবারো, রাধাকৃষ্ণ,ব্যাচেলার-২, বৈশাখ এলোরে,তারে দুঃখ দিলে, “সাগরের জল পাহাড়ের সুর “সহ আরো বেশ কিছু গান। সেই সাথে বেশ কিছু গান রিলিজ হয়েছে শ্রাবণী সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেল শ্রাবনী সায়ন্তনী অফিসিয়ালে।
এছাড়াও বেশ কিছু গান রিলিজের অপেক্ষায়।
Leave a Reply