আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন অভিনয় করে যাচ্ছেন তিনি। এর আগে বেশ ভালো কিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন । গত কয়েক মাস আগে “ফিরেদেখা” ও ক্যাসিনো সিনেমা মুক্তি পেয়েছেন তার। এর পর তার সাথে ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
গত শনিবার (১২ আগষ্ট) ফের ঢাকায় এসেছেন এই অভিনেত্রী। উদ্দেশ্য, যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘স্পর্শ’ সিনেমার শুটিং করা। যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক বাংলাদেশের নিরব হোসেন।
ঢাকাই সিনেমার তরুণ নির্মাতা অনন্য মামুন ও ভারতের অভিনন্দন দত্ত পরিচালিত এই সিনেমার দ্বিতীয় লটের (বাংলাদেশ অংশের) শুটিং শুরু হয়েছে আজ থেকে। টানা চারদিন শুটিং করে ঢাকা ত্যাগ করবেন আগামী ১৭ আগষ্ট।
এর আগে গতকাল ‘স্পর্শ’ সিনেমার কলাকুশলীদের নিয়ে রাজধানীর নিকেতনের একটি ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন নায়ক নিরব, নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামানসহ অনেকে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমি বাংলাদেশে কতবার এসেছি সেটি গুনতে চাই না। কারণ আমি অসংখ্যবার বাংলাদেশে আসতে চাই। ২৬ বছর আগে বাংলাদেশে ‘স্বামী কেন আসামি’ সিনেমা দিয়ে আমার অভিষেক হয়েছিল। আমার ক্যারিয়ারের পুরো ফিল্ম হিস্ট্রিতে শুরু থেকে এখন অব্দি বাংলাদেশ জড়িয়ে আছে। আমি নিশ্চয়ই বাংলাদেশের দর্শকের কাছে প্রিয়, এজন্য আমি ভাগ্যবতী।’
তিনি বলেন, ‘যখন আমি ক্যারিয়ার শুরু করি তখন অনেক বেশি কমার্শিয়াল মুভি হত। তবে এখন অল্টারনেটিভ কনটেন্ট বা সিনেমাও হচ্ছে, যা খুব জনপ্রিয় সিনেমার জায়গায় যাচ্ছে। সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাল দিক। তাছাড়া এখন মানুষ এত বেশি কন্টেন্ট চারিদিকে দেখছে, এত ধরণের ওটিটি প্ল্যাটফর্ম- যেখানে খুব সহজে কন্টেন্ট দেখা যাচ্ছে।’
‘স্পর্শ’ সিনেমায় তার সহশিল্পী চিত্রনায়ক নিরব প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, ‘নিরব লাভেবল নায়ক, রোমান্টিক ভাবটা তার বেশি। খুব ভালো অভিনয় করে। সামনে আরও ভালো কাজ করবে। সামনে অনেক সময় পড়ে আছে। ওর ভবিষ্যৎ অনেক ভালো দেখছি।’
সিনেমাটি নিয়ে এই নায়িকা বলেন, ‘স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিতে স্পার্শ হোক আর বাংলায় স্পর্শ। আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। মনে হয় এবারের অনুভূতিটা আরও বড়।’
প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক ঘটে। এ সিনেমায় সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের এ সিনেমা ওই বছর শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় পুরস্কার লাভ করে। ২৬ বছর আগে বাংলাদেশে ‘স্বামী কেন আসামি’ সিনেমা দিয়ে অভিষেক হয় এই নায়িকার। এরপর হুমায়ুন ফরীদি, মান্না, জসিম, ফেরদৌস, আরিফিন শুভসহ অনেকের সঙ্গে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Leave a Reply