আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ শিরোনামের একটি খুব সুন্দর রোমান্টিক ডুয়েট গান রিলিজ পেতে যাচ্ছে আজ। গানটি গেয়েছেন সাফিনা এবং ক্লোজআপ তারকা টুটুল খান। গানটির কথা ও সুর করেছেন এস কে শানু, এবং মিউজিক কম্পোজিশন করেছেন কম্পোজার এইচ আর লিটন। এবং ভিডিও নির্মাণ করেছেন জীবন চন্দ্র দাস। গানটি সাউন্ড টেকের ব্যানার থেকে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং টুটুল খান অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করেছি। সাফিনা বলেন,’নতুন প্রকাশিত এই গানটি চমৎকার মিষ্টি একটি গান, গানটিতে এবার সাফিনা এবং টুটুল খান নিজের মডেলিং করেছে। গানে নিজেই মডেলিং করতে আমার অনেক বেশি ভালো লাগে, সেই জায়গাটুকু থেকে যদিও প্রফেশনালি কোন মডেলিং পারিনা তাই চেষ্টা করি হালকা পাতলা করার জন্য। বিষয়টা আমি অনেক এনজয় করি এবং আমার দর্শকরা এটি অনেক পজেটিভলি নিয়েছে। এর আগেও আমার ইউটিউব চ্যানেল থেকে গান রিলিজ করেছিলাম। চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য। ভালো কিছু গান আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য করতে চাই সেই চেষ্টায় করে যাচ্ছি । আশা রাখি সামনে আরো ভালো ভালো কিছু কাজ করতে পারব, আমার দর্শকদের বেশ কিছু সুন্দর কেন উপহার দিতে পারব। আসলে দর্শকদের জন্যই আমরা কাজ করে থাকি শিল্পীরা। আমাদের কাজ তাদের ভালো লাগলেই আমাদের সকল কষ্ট সার্থক , প্রতিটা গানের পিছনের গল্প, রেকর্ডিং থেকে শুটিং থেকে শেষ পর্যন্ত একটা গান তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় , তাই দর্শকদের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। তারা যখন গানগুলোকে পজেটিভলি নেয় তাদের ভালো লাগে তখনই আমাদের সকল কাজ সার্থক। আমার বেশ কিছু সলো মৌলিক গানের কাজ করা হচ্ছে, এগুলো সামনে আসবে ইনশাল্লাহ। গানের পাশাপাশি বর্তমানে লেখাপড়া নিয়ে অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে,আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবার এল এল বি তে অনার্স করছি , পড়াশোনার প্রচুর চাপ পড়াশোনার সামলে গানের কাজ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও সারা জীবন গানটা করে যাব ধরে রাখবো ইনশাল্লাহ। আমৃত্যু গানটা গেয়ে যেতে চাই। গানবিহীন সুর ছাড়া কখনোই বেঁচে থাকতে চাই না। দর্শকের অনেক ভালোবাসা দোয়া পেয়েছি সারা জীবন যেন পাই সেই প্রত্যাশাই করব। আমার কাছের মানুষজন বন্ধু-বান্ধব দর্শকরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে তাদের ভালবাসায় কাজ করার অনুপ্রেরণা আরো অনেক বেশি পাই। দর্শকদের ভালবাসা তাদের ইচ্ছা মাথায় রেখেই কিছু ফোক মৌলিক গান করার ইচ্ছে আছে, আমি আধুনিক গান বেশি করে থাকি কিন্তু আমার দর্শকরা আমাকে ফোক গানেও বেশ পছন্দ করে। তো তাদের কথা মাথায় রেখে এবার প্ল্যান করেছে কিছু ফোক গান ও করব , কিছু ম্যাশআপ করারও প্ল্যানিং রয়েছে। আস্তে আস্তে একটার পর একটা গান আসবে ইনশাল্লাহ। সবাই সাথেই থাকবেন এই প্রত্যাশা করি। বর্তমানে লেখাপড়া গান বাজনা প্র্যাকটিস এবং বিভিন্ন টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ততা যাচ্ছে সামনের বেশ কিছু চ্যানেলে প্রোগ্রাম রয়েছে আগামী শুক্রবারও আর টিভিতে প্রোগ্রাম রয়েছে। এবং কিছু রেকর্ডিং এর ও কাজ রয়েছে সামনে। সবটা মিলিয়ে ভালো কিছু আসবে এই আশায় রাখছি আপনাদের অনেক বেশি সাপোর্ট চাই। আমার বেশ কিছু মৌলি গান রয়েছে প্রায় ২০ টার উপর আলহামদুলিল্লাহ । প্রত্যেকটা গানই অনেক ভালো সারা পেয়েছি দোয়া পেয়েছি গুণী মানুষদের প্রশংসাও পেয়েছি । গুণীজনদের সানিন্ধে সারা জীবন বেঁচে থাকতে চাই, তারা আমার গান গাওয়ার ভরসার অনেক বড় জায়গা। এভাবেই যেন সারা জীবন গান গেয়ে যেতে পারি সবাই আমাকে দোয়া এবং ভালোবাসায় রাখবেন।
Leave a Reply