সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

পৌর শহরে জীবনমান উন্নয়নে ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১১.০৩ এএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বরগুনা: বরগুনা পৌর শহরে জীবনমান উন্নয়নে নাগরিক প্রত্যাশা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৮ আগস্ট) শহরের আরডিএফ টাওয়ারের বলেশ্বর হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শহরের আরডিএফ টাওয়ারে দিনব্যাপী এক কর্মশালয় এ দাবি জানানো হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, যুব সমাজ, গণমাধ্যমকর্মী এবং হিজরা সম্প্রদায়ের প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার ৪০ জন মানুষ অংশ নেয়।

বরগুনা পৌর শহরের পয়নিস্কাশন ব্যবস্থা, যানজট, নিরাপত্তা, সড়কের উন্নয়ন, স্বাস্থ্যসেবা, টেকসই অবকাঠামো নির্মাণ, বিভিন্ন উন্নয়ন কাজে দায়বদ্ধতা ও স্বচ্ছতা বৃদ্ধি, নারী ও শিশুদের জন্য আলাদা বাথরুম টয়লেট এর ব্যবস্থা, ইভটিজিং বন্ধে কার্যকরি পদক্ষেপ সহ নানা সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ তুলে ধরা হয় কর্মশালয়। কর্মশালাটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক দীপু হাফিজুর রহমান। ইউএসআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্মশালার আয়োজন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com