মোঃ হায়দার হাওলাদারঃ ১২ আউলিয়ার দেশ বলতে আমরা চট্টগ্রাম টাই চিনি বিভিন্ন দেশ থেকে আসা মানুষের ভিতরে সেদিন আমিও ছিলাম একজন মোঃ হায়দার হাওলাদার
প্রায় ১০ বছর আগের কথা মানুষের কথা শুনে বুক ভরা একটি আশা নিয়ে চলে এসেছিলাম সেই বাইজিদ মুস্তাফি বাইজিদ মাজারে অনেকের মুখেই শুনতাম এখানে আশা বাদী নামে একটি গাছ রয়েছেন গাছটিতে সুতা বেঁধে রাখলে নাকি আশা পূরণ হয়।
সেই আশা নিয়ে কিছু বন্ধুদের সাথে মিলে চলে আসলাম সেই বাইজিদ মাজার সেই গাছটির কাছে এসে দেখি হাজার হাজার কোটি মানুষে গাছটির ভিতর সুতো বেঁধে যার যার মত আশা করে যাচ্ছে
এটিকে এমন করে বেঁধে রেখেছে মনে হয় এখানে কোন গাছ নেই এটা সুতো দিয়েই তৈরি
একটি মহিলা ছিল সেখানে সেই গাছটির সামনে দাঁড়িয়ে সুতা বিক্রি করতো তাকে বললাম এখানে আশা করে সুতো বাঁধলে কি আশা পূরণ হয় সে বললো হ্যাঁ বাবা তোমার মনের আশা পূরণ হবে এখানে একটি সুতা বেঁধে যাও এবং মনের আশা পূরণ হলে শুতা টি এসে খুলে দিয়ে যেও তাই আমি আমার বুক ভরা যে আশা নিয়ে চলে এসেছি সবটুকু দিয়ে আমি একটি সুতা বেঁধে দিলাম
হয়তো কোন কারনে মন্ত্র ভুল হয়েছিল আমার তাই ১০ বছর পরে আবার চলে আসলাম সেই গাছটির কাছে এসে দেখি গাছটি তেমনই আছে এবং মানুষ সেই গাছটিতে এখনো সুতা বেদেই যাচ্ছে জানিনা কার আশা পূরণ হয় কার আশা পূরণ হয় না দোয়া করি সকলের আশা যেন আল্লাহ তায়ালা পূরণ করে দেন।
Leave a Reply