চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাপের দেখা মিলে এটা নতুন কিছু নয়।অনেক সময় রাস্তায়, হলের রুমে,ক্লাসে পাওয়া যায় বিভিন্ন রকমের সাপ।বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়।ঠিক তেমনই আজো দেখা মিলেছে কাটা পাহাড় রোড়ে।চবির এক শিক্ষার্থীর কাছে জানা যায়, ‘ আজ সন্ধায় কাটা পাহাড় রোড়ে হাটার সময় তিনি সাপটি দেখতে পান।’
এসময় সবারই উচিৎ সচেতনভাবে চলাচল করা। পাহাড়ে বেষ্টিত সম্পূর্ণ ক্যাম্পাসে সাপের আনাগোনা রয়েছে।রাতে বের হওয়ার সময় অবশ্যই আলো রয়েছে এমন রাস্তা দিয়ে চলাচল করা উচিৎ। একা একা পাহাড়ে না যাওয়াই ভালো।কেউ কোথায় সাপ দেখলে কর্তৃপক্ষকে জানাবেন।কেউ আহত হলে অবশ্যই সাথে সাথে চবি মেডিকেলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
Leave a Reply