সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত ট্রাফিক বিভাগ চট্টগ্রাম ম্যানুয়াল পদ্ধতির স্লিপে রেকার ভাড়া ৭৫০ টাকা ব্যতীত সরকারি রশিদে সমুদয় জরিমানার উল্লেখ থাকছে না ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি

চট্টগ্রাম বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালাল প্রতাত্মাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রকারী জামায়াত শিবিরের দালাল প্রেতাত্মাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা শাখা।১৩ জুন মঙ্গলবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোঃ ইউছুফ এর সভাপতিত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের সষ্ণালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ অটোরিকশ শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ ফোরকান, শ্রমিক লীগ নেতা আহম্মদ উল্ল্যাহ্, মোঃ কামাল উদ্দীন, মোঃ বাদশা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোঃ আবদুল মতিন, মোঃ মোশাররফ হোসেন, মো সাইফুল ইসলাম, মোঃ ছবুর, মোঃ রাসেল, মোঃ আব্বাস প্রমুখ। এসময় অনুষ্ঠানে

বক্তারা বলেন,মানববন্ধনে অংশগ্রহণকারীরা কথিত শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।মামলাবাজ নজরুল ইসলাম খোকন জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। তিনি শ্রমিকলীগ পরিচয় দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিআরটিএ’র বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। তার সঙ্গে হাত মিলিয়েছেন স্বঘোষিত শ্রমিক লীগের সভাপতি দাবিদার হাবিবুর রহমান হাবিব গং। অথচ এরা শ্রমিক লীগের কেউ নন।

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নেতৃত্ত্বাধীন বৈধ কমিটি বিদ্যমান থাকা সত্ত্বেও শ্রমিক লীগের নাম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ পরিপন্থী ধান্ধাবাজ প্রকৃতির এসব ব্যক্তির নেতৃত্বে বহিরাগত অনুপ্রবেশকারীরা জাতীয় নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অবস্থানকারীদের পক্ষ নিয়েছে। অটোরিকশা শ্রমিক লীগ নেতার মুখোশধারী শীর্ষ চাঁদাবাজ বিআরটিএ-এর দালাল খ্যাত মামলাবাজ খোকন তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষে সংগঠনের প্রকৃত শ্রমিক লীগের ত্যাগী নেতাদের নামে-বেনামে মামলা দিয়ে হয়রানী করছে। তার সহযোগী সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ব্যানার ঝুলিয়ে বেআইনিভাবে ভারপ্রাপ্ত সভাপতির পদ ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসেই সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় তথা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বিশেষ ব্যক্তির এজেন্ডা বাস্তবায়নের পায়তারা করছে তারা।

অচিরেই এদের সাংগঠনিক অবস্থান এবং অনৈতিক কর্মকান্ড বিবেচনায় নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একইসাথে চিহ্নিত দূর্বৃত্তদের বিরুদ্ধে শ্রমিক লীগের বিতর্কিত কর্মকান্ডের দায়ে সাংগঠনিকভাবে শাস্তির ব্যবস্থা গ্রহণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতিও আবেদন জানানো হয়। অন্যথায় নগর অঞ্চলের সর্বস্তরের শ্রমিক জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে গঠিত সংগঠন জাতীয় শ্রমিক লীগ ব্যানার ব্যবহাকারী ভূয়াদের বিতাড়িত করা হবে।
মানববন্ধন শেষে কয়েকশ শ্রমিক চিহ্নিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com