সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জবিয়ান জামালপুর ফোরাম কর্তৃক বার্ষিক বনভোজন গজনী অবকাশে অনুষ্ঠিত শিক্ষক শিক্ষিকার পাল্টাপাল্টি অভিযোগ,শিক্ষা কার্যক্রম ব্যহত! বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলার উদ্যোগে যোগদান অনুষ্ঠান ফরিদপুরের পূর্ব ট্পােখোলা হতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক ভাঙ্গায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে-ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তুরাগ নদীর আশেপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ-ডিএমপি খুনিদের কোনো অবস্থায় ছাড় দেয়ার অবকাশ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা জুবায়ের ও সাদপন্থি সবাইকে ইজতেমার মাঠ ছাড়ার নির্দেশ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১ দিনে ৫ জনের মৃত্যু

“ভাইরাল গান বেশিদিন টিকে না”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১২.২৮ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ সময়ের সাথে তাল মিলিয়ে সংগীত জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী তন্বী কেয়া।বেশ কিছু নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার সাথে সাক্ষাৎকারে কথা বলেছে বিনোদন সাংবাদিক আল সামাদ (রুবেল)

* কতোদিন ধরে সংগীত জগতে কাজ করছেন?
ছোটবেলা থেকেই গান শিখছি…বাবার কাছেই আমার গান শেখা শুরু হয়!

* আপনার মৌলিক গান নিয়ে বলুন?
মৌলিক গান নিয়ে কাজ করছি…আশা করছি, এই বছর দর্শকদের কিছু ভালো গান উপহার দিতে পারবো।

* আপনার কোন ধরনের গান করতে ভালো লাগে?
আমার মূলত সেমি ক্লাসিকাল, আধুনিক এবং লোকগান গাইতে অনেক ভালো লাগে।

* আপনি কোন কোন টেলিভিশনে গানের শো করেছেন?
আমি বাংলাদেশ টেলিভিশন, এশিয়ান টিভি, বৈশাখী টেলিভিশন, এটিএন বাংলা এগুলো তে গান গেয়েছি।

* সামনে ঈদ ঈদে কি নিয়ে ব্যস্ত আছেন?
ঈদে আপাতত স্টেজ শো নিয়ে ব্যস্ত আছি, পাশাপাশি রেকর্ডিং এর কাজও করছি।

**কেমন আছেন??
সৃষ্টিকর্তার দয়ায় আর বাবা মায়ের আশীর্বাদে ভালো আছি।

**বর্তমান সময়ে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন?
বর্তমানে পড়াশোনা এবং গান এই দুটো নিয়েই ব্যস্ত আছি।

**প্রথম কোন গান দিয়ে শিল্পী হিসেবে পরিচিত লাভ করেন?
যেহেতু আমি সিলেটের মেয়ে, আমি সিলেটি গান দিয়েই পরিচিতি পেয়েছি।

**কোন ধরনের গান গুলো করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন?
লোকগান, আধুনিক গান, বাংলা সিনেমার গান।

**বর্তমানে একজন শিল্পীর জনপ্রিয় তুলনা করা হয় ভিউ মাধ্যমে,এই সম্পর্কে আপনার মতামত কি?
আমার মতামত হলো, একজন ভালো শিল্পীর জনপ্রিয়তা কখনোই ভিউ দিয়ে বিচার করা উচিত না! আমাদের দেশে অনেক গুনী শিল্পীরা আছেন, উনারা যখন গান করতেন, তখন এই ভিউ কম বেশির সময় ছিলো না…আর উনারা এগুলো নিয়ে মাথা ঘামাতেন না…শিল্পীরা, মিউজিক ডিরেক্টরা শুধু ভালো গান নিয়েই কাজ করে গেছেন, যার জন্য আজও আমরা সেই অসাধারণ গান গুলো শুনতে পারি।

**গানের জগতে আপনি কাদের আইডল হিসেবে মানেন?
আমি বাংলাদেশে যাদের গান খুব বেশি পছন্দ করি, তারা হলেন রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, কনঁকচাপা ম্যাম, মিতালী মুখার্জি ম্যাম, এবং সামিনা চৌধুরী ম্যাম।

**বর্তমান সময়ের কি গানের কোনো পরিবর্তন এসেছে?
পরিবর্তন তো অবশ্যই এসেছে…আগের দিনের গান গুলো ছিলো অন্যরকম, আর এখনকার গান গুলো সম্পুর্ণভাবে অন্যরকম। এখনকার গানের সাথে ভিডিও দেখতে মানুষ খুব পছন্দ করে, যা আগে তেমন ছিলনা…আগেরকার সময় সিডি এলবাম বাজিয়ে মানুষ সারাদিন গান শুনতো…আর এখন মানুষ গান শোনার সাথে সাথে গানের ভিডিও দেখতে পছন্দ করে…এটাই সবথেকে বড় পরিবর্তন।

**বেশিরভাগ শিল্পী গানের অডিও চেয়েও ভিডিওতে বেশি মনোযোগী, এই নিয়ে আপনার মন্তব্য কি?
সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়…কলের গান থেকে শুরু করে এখন পর্যন্ত গান শোনার অনেক মাধ্যম বদলে গিয়েছে…এখন মানুষ গান শোনার পাশাপাশি গান দেখতে পছন্দ করেন…তাই শিল্পীরা দর্শকদের জন্যই তাদের পছন্দমতো কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com