আল সামাদ রুবেলঃ পারভেজ ইমাম এর রচনা ও সানজিদ খান প্রিন্স এর পরিচালনায় ঈদের নাটক “ঈদের নাটক ১৫দিনের ছুটি”
নাটকটিতে আরো অভিনয় করেছেন, ফজলু মিয়া,চরিত্রে,তানভীর মাসুদ, ডাক্তার নাদিয়া :উর্মিলা শ্রাবন্তী কর ডাক্তার ইফতি :আহসান হাবিব নাসিম,সহ আরো অনেকে।
তাছাড়া তানভীর মাসুদের দীপ্ত টিভিতে চলছে প্রতিদিনের ধারাবাহিক নাটক বকুলপুর ও প্রেম নিকেতন
এটিএন বাংলায় স্বপ্নের রানী
বাংলাভিশনে “কমিটি চাই”
প্রচারের অপেক্ষায় রয়েছে আহমেদ শাহাবুদ্দিনের রচনায় ও কায়সার আহমেদের আরটিতে ধারাবাহিক নাটক ‘জাদু নগর’ আহসান আলাওমগীর এর রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় বৈশাখী টেলিভিশনে আসছে ঈদের সাত পর্ব ধারাবাহিক “ঘর জামাইদের বাড়ি”
জাকির হোসেন উজ্জলের রচনায় ও এস এম শাহিন এর পরিচালনায় এটিএন বাংলা ধারাবাহিক একটি গ্রাম একটি শহর দীপ্ত প্লে আসছে ওয়েব ফ্লিম “অপলাপ ”
নাটকের গল্পে দেখা যাবে, একটি হাসপাতালে দীর্ঘদিন যাবত ওটি সরকারি হিসেবে কাজ করে আসছেন ফজলু মিয়া।সহজ সরল সাধারণ গ্রামের একজন মানুষ তার একটা বিশেষ গুণ কোন মানুষের বিপদ দেখলে স্থির থাকতে পারে না হোক সে তার পরিচিত কিংবা অপরিচিত যা সবার ক্ষেত্রে করেন
ফজলু চারিত্রিক দিক থেকে অনেক ভালো মানুষ হওয়া সত্বেও কোন এক অজানা কারণে ডাক্তার নাদিইয়া ইসলাম তাকে খুব অপছন্দ করে এবং এটা হাসপাতালে সকল ডাক্তার নার্স সহ সকলেই জানেন। ফজলু তার প্রয়োজনের ছুটি বা অন্যান্য সুযোগ-সুবিধা বা কিছু বলার মত ডাক্তার আপার কাছে যান না যান ডাক্তার ইফতির কাছে ডাক্তার ইফতি সবসময় ফজলুকে আগলে রাখেন ভালবেসে তিনি জানেন সে অনেক সহজ সরল ভালো ছেলে কিন্তু কি কারনে ডাক্তার নাদিয়া তাকে পছন্দ করেন না সেটা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাই আর ফজলু কেনই বা এত কিছু সহ্য করেও হাসপাতাল রয়ে যায়।
ডাক্তার নাদিইয়া ইসলাম ফজলুকে পছন্দ করেনা বলে হাসপাতালে অন্যান্য নাস এবং ডাক্তাররাও ফজলুকে এড়িয়ে চলে , ফজলুর একমাত্র শুভাকাঙ্ক্ষী ডাক্তার ইফতি ,আর তার কারণে একদিন তার চাকরীটা রয়ে যায় কিন্তু কি ঘটেছিল সেই দিন?
Leave a Reply